রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য দেন।
ওসি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
তবে এই সমন্বয়কের নাম এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
পুলিশ জানায়, বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। তাঁদের আটক করার কারণ জানতে চাইলে কলাবাগান থানার ওসি (তদন্ত) কালের কণ্ঠকে বলেন, তাঁরা শেখ কবির নামে জনৈক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালান। এ সময় তাঁরা সেখানে ভাঙচুর ও লুটপাট করেন।
প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়ে ওসি মোক্তারুজ্জামান বলেন, তাঁদের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এর আগে গতকাল বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্রসংগঠন তৈরি হয়েছে।
রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না।
নাহিদ বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।’