রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে পুলিশ সদস্যদের সঙ্গে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও তাঁর সহধর্মিণী এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহসভানেত্রী রাহেনা সুলতানা। গত শনিবার সন্ধ্যায় বসুন্ধরা শপিং মলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সঙ্গে বসে তিনি ইফতার করেন।
জানা যায়, পুনাক সহসভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন। এ সময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সব কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।