দেশের অর্থোপেডিক সার্জনদের পদচারণে মুখরিত হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। গতকাল অর্থোপেডিক সোসাইটির ইফতার উপলক্ষে নিটোর হলে সমবেত হন প্রায় আট শতাধিক সার্জন। ইফতার-পূর্ব আলোচনায় বক্তারা নিজেদের বিভাজন ভুলে আগামী দিনে ফ্যাসিবাদবিরোধী চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। এই ইফতারে সোসাইটির সদস্য ছাড়াও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।