রাজধানীর বংশাল এলাকার নাজিমুদ্দীন রোডে লেপ-তোশকের দোকানে আগুন লেগে আমিন উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশু-বৃদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আহতরা হলেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), তাঁর স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), ভাগ্নি মুসফিকা (২০), শাকিব হোসেন (২২), বুলবুল (৩৭), মোছা. শিল্পী (৪২), তালহা (৪), রাহেলা খাতুন (৬০), মো. ইউনুস মিয়া (৭৪) ও মো. আমিন (২৩)।
গত রবিবার শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয় তারা। পরে ভোর ৫টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।