বসুন্ধরা শুভসংঘ রাজধানীর মিরপুর থানা শাখার আয়োজনে গতকাল শনিবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ঈদ মেহেদি উৎসব’ আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয় গরুর মাংস। পিরোজপুরের স্বরূপকাঠিতে কোরআন সেন্টারের শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের ইফতার বিতরণ করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : শুভসংঘের স্বেচ্ছাসেবকরা সযত্নে একের পর এক ছোট্ট শিশুর হাতে মেহেদির আলপনা এঁকে দেন।
কেউ আঁকেন চাঁদ-তারা, কেউ ফুটিয়ে তোলেন লতাপাতা, কেউবা আবার শিশুর নামের আদ্যক্ষর দিয়ে দেন ভালোবাসার পরশ। এই হাতে সাজানো শুধু নকশা নয়, বরং তা তাদের একটুখানি সুখ, একফোঁটা রঙিন স্বপ্নের মতো। শিশুদের কোলাহল, মেহেদির মনোমুগ্ধকর গন্ধ, আর স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় পুরো পরিবেশ তখন এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে উঠেছে।
এক স্বেচ্ছাসেবক জানান, ‘আমরা চাই, সমাজের প্রতিটি শিশু যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।
তাদের মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাবিহা সুলতানা, শেখ স্বপ্না, রিফাহ নানজিবা আবিকা, মোসা. বনি আক্তার কথা, মাহবুবা মাহিমা, সেজুতি আক্তার, ইসরাত জাহান, নেহা আক্তার, ফৌজিয়া ফ্লোরা ও রুফাইদা আক্তার।
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) : বসুন্ধরা শুভসংঘ টঙ্গিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার হিসেবে গতকাল ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, ‘ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।
বিশেষভাবে ধন্যবাদ জানাই যাঁরা প্রবাস থেকে আমাদের সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’ এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল মাদবর, প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক আরাফাত বেপারী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবির ফকির।
স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি এলাকার নুরানি মহিলা ও শিশু কোরআন সেন্টারের শিক্ষার্থীদের স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে ইফতারি বিতরণ করা হয়। এ সময় মাসব্যাপী কোরআন সেন্টারে শিক্ষা গ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদপত্র এবং শিক্ষককে সম্মানী প্রদান করা হয়।
উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু, উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ হাওলাদার, সাংবাদিক মো. আসাদুজ্জামান, আবু ইউসুফ, এস আর রাজু, সমাজসেবক মো. মহিব্বুল্লাহ, উপজেলা শুভসংঘের নারীবিষয়ক সম্পাদিক হাসি, অর্থবিষয়ক সম্পাদক মো. মামুন অর রশিদ, পাঠাগারবিষয়ক সম্পাদক মো. রাসেল মাহমুদ, সদস্য রমজান আলী রাকিবসহ উপজেলা শুভসংঘের সদস্যরা শিক্ষার্থীদের হাতে ওই সনদ এবং ইফতারি তুলে দেন।
সেন্টারের শিক্ষিকা মোসা. উম্মে কুলসুম বলেন, ‘শুভসংঘের উদ্যোগে সাদাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র রমজান মাসব্যাপী এই কোরআন সেন্টারে শিক্ষার্থীদের অবৈতনিক কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। মাসব্যাপী কোরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইফতারি ও সনদপত্রের ব্যবস্থাও করা হয়েছে। মহৎ কাজের জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’