বাইসাইকেলে বাগেরহাটের শরণখোলা ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। দূতাবাসের আরো তিন সফরসঙ্গীসহ বরিশাল থেকে বাইসাইকেল চালিয়ে গত শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় আসেন তিনি।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা রোডে অবস্থিত ‘অগ্রদূত ফাউন্ডেশন’-এর গেস্টহাউসে রাত্রিযাপন শেষে গতকাল মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস বাইসাইকেলে শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে আমড়াগাছিয়া, পহলানবাড়ী এবং মোরেলগঞ্জের পল্লীমঙ্গল বাজার ও কেয়ার বাজার হয়ে মোংলার জয়মণি যান।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, ওয়াইল্ড টিম কনজারভেশন বায়োলজি সেন্টার (ডব্লিউসিবিসি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন ভ্রমণের জন্য বাইসাইকেল চালিয়ে শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেস্টহাউসে রাত্রিযাপন করেন। এরপর সাইকেলে মোংলার জয়মণির উদ্দেশে রওনা হন। যাত্রাপথে রাষ্ট্রদূত কোনো পুলিশ প্রটোকল গ্রহণ করেননি। এমনকি শরণখোলায় অবস্থানকালে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠকেও অংশগ্রহণ করেননি।