বরগুনার বেতাগীতে পুলিশের হাত থেকে হাতকড়াসহ হাবিব বিশ্বাস (৬০) নামের এক চুরির মামলার আসামি পালানোর ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে আসামি পালানোর তিন ঘণ্টা পর হাতকড়া উদ্ধার করলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বেতাগী থানার পুলিশ জানায়, বেতাগীর সোনার বাংলা বাজারে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে।