<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বন্দর মহাসড়কে বিজিবির অভিযানে জব্দ বাংলাদেশি ট্রাক থেকে ১৯ মণ ভারতীয় অলংকার পাওয়া গেছে। এ সময় ট্রাকচালক আব্দুস শুকুরকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (৪০) আটক করা হয়। আটক পণ্যের মূল্য প্রায় আট কোটি টাকা। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়। বিজিবি ও কাস্টমস জানায়, বন্দরসংলগ্ন সীমান্ত এলাকায়  ৫০০ বস্তা ভারতীয় চায়না ক্লে (তৈজসপত্র তৈরির কাঁচামাল) বোঝাই জব্দ ওই ট্রাকে তল্লাশি করে ৫৬টি বস্তায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্যসদৃশ (ইমিটেশন) ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ছিল। সোনামসজিদ বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৪/৪ এস থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ড এলাকা থেকে সোনামসজিদের দিকে যাওয়ার পথে ট্রাকটি আটক করে বিজিবি টহলদল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>