<p>শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন কিছু দাবিদাওয়া নিয়ে শনিবারও কর্মবিরতি পালন করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা‌। শিল্প পুলিশ জানায়, শনিবার সকালে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার চীনা মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন লিমিটেড কারখানায় ছাঁটাই করা শ্রমিকরা বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তারা পার্শ্ববর্তী গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেড নামের আরেকটি বিদেশি মালিকানাধীন কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশ সেখান থেকে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে। এদিকে গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনিবার সকালেও কারখানায় হাজিরা নিশ্চিত করে কর্মবিরতি অব্যাহত রাখে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, ক্রস ওয়্যার লিমিটেড, আইডিএস, এইচ আর টেক্সটাইল ও ফ্যাশন ফোরামের শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।  এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক নো পে’ নিয়মে বন্ধ রয়েছে চারটি তৈরি পোশাক কারখানা। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, , শ্রমিকরা ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে যে আন্দোলন ও কর্মবিরতি পালন করছেন তা আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।</p> <p> </p> <p> </p>