<p>কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে উত্তেজিত লোকজন দুজনকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ নির্মম ঘটনাটি ঘটে।</p> <p>নিহতরা হলেন অষ্টগ্রাম উপজেলার কগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।</p> <p>দেওঘর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মহিউদ্দিন জানান, শাহজাহান ও নাসির পাশের বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের হিরা মিয়ার বাড়ি থেকে একটি মহিষ চুরি করেন। মহিষটি তারা নৌকাযোগে নিয়ে যাচ্ছিলেন। ভোরের দিকে স্থানীয় লোকজনের চোখে পড়লে তাদের সন্দেহ হয়। এ সময় শতাধিক লোক লোড্ডা নদীর পার থেকে মহিষসহ তাদের আটক করে। পরে ওই দুজনকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শত শত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে হাজির হয়। এক পর্যায়ে উত্তেজিত লোকজনের পিটুনিতে শাহজাহান ও নাসির সেখানেই প্রাণ হারান।</p> <p>পুলিশের একটি সূত্র জানায়, মহিষ চুরির অভিযোগে শাহজাহান ও নাসিরকে ধরার পর থেকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে নিজেদের জিম্মায় নিতে গেলে লোকজন পুলিশের ওপর চাড়াও হয়। পরে গণপিটুনিতে পুলিশের সামনেই মারা যান আটক দুজন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে পুলিশের কিছুই করার ছিল না।</p> <p>অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, চুরি হওয়া মহিষটি উদ্ধার করা হয়েছে। নিহত দুই ব্যক্তি পেশাদার চোর। তাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও প্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে পুরো ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p> <p> </p> <p> </p>