<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বীরপ্রতীক তারামন বিবি হলের একটি কক্ষে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। মৃত তাকিয়া তাসনিম ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। গতকাল সোমবার ভৌর পৌনে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে  তাকিয়া রুমের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাকিয়া সাভারে তার মামার বাসায় থাকতেন। রবিবার তিনি হলে আসেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা।</span></span></span></span></span></p>