<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসরগ্রহণ ও অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৪ ধারা ও ৪৫ ধারাসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে। গত ৩ নভেম্বর সিন্ডিকেটের ২৬৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। বিশেষ সিনেট অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন বক্তব্য দেন।</span></span></span></span></span></p>