<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইফুল ইসলাম মিনুর জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মানিকগঞ্জে। ঢাকা সিটি কলেজ থেকে বিকম পাস করে ঢাকা শহরেই শুরু করেন ব্যবসা। ব্যবসা-বাণিজ্য আর শহরের যান্ত্রিক জীবন ছেড়ে ১৯৯৫ সালের দিকে হঠাৎ একদিন কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশে বসবাসের ইচ্ছে জাগে তার। ব্যবসা-বাণিজ্য আর শহরের যান্ত্রিক জীবন যেন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল ঢাকার মানিকগঞ্জের সাইফুল ইসলাম মিনুর। ঠিক তখন তিনি ত্রিশালের স্থানীয় এক বন্ধুর মাধ্যমে ঘুরতে এসে গড়ে তোলেন নিজের বসতবাড়ি।  ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী বালিপাড়া ইউনিয়নের ধলা ও গফরগাঁও উপজেলার লক্ষ্মণপুর গ্রামের এলাকায় বসতি গড়ে তোলেন সাইফুল ইসলাম মিনু। এই অঞ্চলে অধিকাংশ মানুষ মৎস্য হ্যাচারিতে জড়িত থাকায় ব্যতিক্রমভাবে গড়ে তোলেন রঙিন মৎস খামার, যা বৃহত্তর ময়মনসিংহে এটা প্রথম ও ব্যতিক্রমী উদ্যোগ। তার শখের খামারে রয়েছে রঙিন মাছসহ বিদেশি জাতের কুকুর, বিড়াল, পাখিসহ নানা প্রজাতির ফল ও সবজির সমাহার।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রিশাল ধলা নামের ওই গ্রামটির যেদিকেই চোখ যায় শুধু পুকুর আর পুকুর। এখানকার ৮০ ভাগ মানুষই হ্যাচারি অথবা নানা প্রজাতির মাছের চাষের সঙ্গে জড়িত। অল্পসময়ের মধ্যে এ অঞ্চলের রেণু পোনা ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় ঘটে মিনুর। তারও ইচ্ছা জাগে তিনিও মাছের রেণুর চাষ করবেন। তবে সেটা সহজলভ্য দেশীয় মাছ নয়, শৌখিন বিদেশি জাতের রঙিন মাছের। ১৬ বছর আগে ২০০৭ সালে জমি ভাড়া নিয়ে ছোট পরিসরে রঙিন মাছের চাষ শুরু করেন। শুরুতে জাপান থেকে ছয়টি কই কার্পজাতীয় মাছের পোনা সংগ্রহ করে রেণু উৎপাদন করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় শখ থেকে বাণিজ্যিকভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন থেকে প্রায় ২৪ প্রজাতির মাছ এনে রঙিন মাছের চাষ শুরু করেন মিনু। এতে অল্পসময়ে সাফল্যের মুখ দেখেন তিনি। তার ৩০ বিঘার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল-আমিন এসোরটেড হ্যাচারি অ্যান্ড ফিশারিজ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খামারে রয়েছে ২৬টি পুকুর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় হ্যাচারি মালিক মনির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ গ্রামে সফল রঙিন মাছ চাষি মিনু ভাই। তার কাছ থেকে দেখে অনেকেই এখন রঙিন মাছ চাষ করছেন। তার শখের খামারে রঙিন মাছের পাশাপাশি বিদেশি জাতের কুকুর, বিড়াল, পাখি, নানা প্রজাতির দেশি-বিদেশি ফুল-ফলের গাছ ও শাক-সবজি রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইফুল ইসলাম মিনু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশ বেছে নিয়ে বসতি গড়ে তুলি এখানে। কুকুর, বিড়াল, পাখি, ফুল-ফলের গাছ ও শাক-সবজির পরিচর্যায় সময় বেশ ভালো কাটছে। নেই ব্যবসা-বাণিজ্যের চাপ আর শহরের যান্ত্রিক জীবনের যন্ত্রণা। তবে আমার এই শখের খামারটিই মানুষের চাহিদার কারণে এখন বাণিজ্যিকভাবে পরিচালনা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>