বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৪-২৫) অবৈধ ঘোষণা করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাধারণ আইনজীবীদের ব্যানারে ওই কমিটি অবৈধ ঘোষণা করা হয়। কমিটির সব পদে আওয়ামীপন্থী আইনজীবীরা ছিলেন। একই সঙ্গে ওই পদগুলোতে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে সভাপতি ও মির্জা রিয়াজকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২০২৪ সালের নির্বাচনে তাঁদের সঙ্গে অংশ নেওয়া পুরো প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।