<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নড়াইলের কালিয়া উপজেলায় রুকু শেখ নামের এক ব্যক্তি হত্যার দায়ে তাঁর ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাহাজান আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির নাম কুদ্দুস ফকির। তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরাখালী গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, রুকুর বোন চায়না বেগমের সঙ্গে ৩০ বছর আগে বিয়ে হয় একই গ্রামের কুদ্দুস ফকিরের। ২০১৮ সালের দিকে বাবার বাড়িতে চলে আসেন চায়না। গত ৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান চায়নার ভাই রুকু শেখ। সে সময় চায়নাকে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে কুদ্দুস লোহার শাবল দিয়ে রুকুর মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়।</span></span></span></span></span></p>