<p>খুলনার কয়রায় প্রায় ৩০ কেজি হরিণের মাংস ভর্তি বস্তাসহ ইকবাল মোড়ল (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা বাজারে সড়কে ছোপ ছোপ রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় তাঁকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে বস্তায় ঝুলিয়ে হরিণের মাংস নিয়ে পাশের পাইকগাছা উপজেলার দিকে যাচ্ছিলেন ওই যুবক। রাস্তায় রক্তের দাগ ও তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় লোকজন বস্তা খুলে ভেতরে হরিণের মাংস দেখতে পায়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।</p>