<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত (এ নিউজ লেখা পর্যন্ত) নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের একটি কক্ষে তাঁরা অবরুদ্ধ রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবরুদ্ধরা হলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি), সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) (অ. দা.) আকরামুজ্জামান, প্রধান হিসাবরক্ষক এবং প্রকল্প পরিচালক (অ. দা.) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ. দা.), মো. আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ ১৫ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>