<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও ব্যবসায়ী আনোয়ার কামাল পাশা। সাজ্জাতুজ জুম্মা সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আছিয়া জামান (রিতা জামান) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ট্রেজারার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টিজ দায়িত্বভার গ্রহণ করে গত এক জানুয়ারি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, মো. আশরাফ আলী, মীর শাহাবুদ্দিন, আলহাজ তোফাজ্জ্বল হোসেন, নৃপেন মৈত্র, আনোয়ার হোসেন খান, মো. মামুন  সোবহান ও মাহমুদ বিল্লাহ আদনান। উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. আবদুর রহমান নবনির্বাচিত বোর্ডের পদাধিকারবলে সদস্যের দায়িত্ব পালন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></span></p>