<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান যোগদান করেছেন। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি ওই পদে যোগদান করেন বলে গতকাল রবিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।</span></span></span></span></p>