<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া শহরের সাতমাথায় মুক্ত মঞ্চের সামনে জাসদ সমর্থিত জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ও মারপিটের ঘটনা ঘটেছে। হামলায় হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এই ঘটনায় জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন হামলার ঘটনা নিশ্চিত করেছেন। শ্রমিকরা জানান, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের ব্যানারে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের সংগঠন পরিচালিত হয়ে আসছিল। রাতে জাতীয় শ্রমিক জোটের অন্তর্ভুক্ত হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে খাবার-দাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে তাঁর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে গিয়ে হামলা চালায়।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>