<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জ ২৮ বিজিবি সীমান্তে চোরাচালান ও অপরাধপ্রবণতা দমনে জনসচেতনতামূলক সভা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সলুকাবাদ সীমান্ত এলাকায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অনুপ্রবেশ বন্ধে বিজিবিকে আরো কঠোর হওয়ার আহবান জানান। জনসভায় উপস্থিত সীমান্তের হতদরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীমান্তের আর্থিক দৈন্যতার সুযোগে কিছু লোক চোরাচালানসহ সীমান্ত অপরাধকাজে জড়িয়ে পড়ে। আমরা তাদের এসব কাজ থেকে ফেরাতে বিভিন্ন সময় প্রণোদনা দিই। এটা অব্যাহত রেখে স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা তৈরি করে তাদের সহযোগিতায় চোরাচালান, অনুপ্রবেশসহ সীমান্তে অপরাধপ্রবণতা কমাতে সচেষ্ট হব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>