<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা উত্তরের সদস্য ও গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তায়েবুর রহমান হিরণ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা হিরণ জানান, তিনি গৌরীপুর উপজেলার ১ নম্বর মাইলাকান্দা ইউনিয়নের ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। বিএনপির নেতা হওয়ায় তিনি ১৭ বছর ধরে জেল-জুলুমের শিকার হয়েছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরীপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। এর মধ্যে গত ৬ জানুয়ারি ইকবালের নিজের ইউনিয়ন সিদলার বালিয়াপাড়া গ্রামে এক আকিকা অনুষ্ঠানে যাওয়ার সময় নিজের দলের কোন্দলের কারণে হামলার শিকার হন ইকবাল। এ নিয়ে ইকবাল তাঁকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।</span></span></span></span></span></p>