ময়মনসিংহের ভালুকায় একের পর এক ভরাট করা হচ্ছে ফসলের মাঠ, নিচু জমি, জলাভূমি, জলাশয়। নির্বিচারে চলছে জমির শ্রেণি পরিবর্তন। তা ছাড়া মাটি ব্যবসায়ীরা বনাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকার উঁচু ভিটা কেটে মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
ভালুকা
নির্বিচারে চলছে ভূমির শ্রেণি পরিবর্তন
- * ভরাট হচ্ছে জলাভূমি * বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ
মোখলেছুর রহমান মনির, ভালুকা (ময়মনসিংহ)

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা বাসস্ট্যান্ডের কাছের কীর্তনখলা বিল। ওই বিলে একসময় বোরো ধানের আবাদ হতো। ফলনও হতো যথেষ্ট। কিন্তু বেশ কিছুদিন ধরে মাটি ফেলে বিলটি ভরাট করা হচ্ছে।
কিছুদিন ধরে ভালুকার মেদুয়ারী এলাকার উঁচু টিলা থেকে কাটা হচ্ছে মাটি। আর রাতের বেলায় ট্রাকে করে বগাজান-মল্লিকবাড়ি সড়ক হয়ে ওই মাটি দেশের উত্তরাঞ্চলে চলে যাচ্ছে।
ভরাডোবার কীর্তনখলা বিল ভরাটে বালু সরবরাহকারী মফিজুল ইসলাম দুলু চৌধুরী জানান, একটি শিল্প গ্রুপ বিলটি ভরাট করছে। তাঁরা শুধু বালু সরবরাহের কাজ করছেন। ওই বিল ভরাটে সরকারের কোনো অনুমতি আছে কি না তা তাঁর জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আপাতত ভরাটকাজ বন্ধ রয়েছে। তবে বালু এনে স্তূপ করে রাখা হচ্ছে। ওই ভরাটকাজের সাইড ইঞ্জিনিয়ার মো. আরাফত জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে বিল ভরাটের কোনো অনুমতি আছে কি না তা তিনি বলতে পারবেন না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল জানান, সরকারি আইনের তোয়াক্কা না করে এরই মধ্যে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু জলাশয়, খাল ও বিলঝিল ভরাট করে ফেলা হয়েছে। জলাশয় আইনটি কিছুটা দুর্বল হওয়ায় এমনকি সংশ্লিষ্ট বিভাগের যথাযথ তদারকি না থাকায় প্রভাবশালীরা যার যেভাবে ইচ্ছা ভরাট করে স্থাপনা নির্মাণ করে চলেছেন। এসবের প্রতিবাদে বাপা ভালুকা শাখার উদ্যোগে অনেকবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘জলাশয় ভরাট করতে হলে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন। অনুমতি ছাড়া কোনো জলাশয় ভরাট বা ভূমির শ্রেণি পরিবর্তনের খবর পাওয়ামাত্রই তা বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুমতি না থাকায় ভরাডোবা ও মল্লিকবাড়ি এলাকায় বিল ভরাট ও মাটি কেটে শ্রেণি পরিবর্তনের কাজ বন্ধ রাখা হয়েছে। তবে উপজেলার ভরাডোবা এলাকায় একটি বিল ভরাটের অনুমতির জন্য নাছির গ্রুপ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছে।’
সম্পর্কিত খবর

ঝুঁকি


২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়
টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান
রাজশাহী ব্যুরো

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার
ঠাকুরগাঁও প্রতিনিধি

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় জুলুমবস্তি’ এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, ‘আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।