ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
হকারমুক্ত করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম সিলেটে

হকারদের দখলে ফুটপাত-সড়ক

ইয়াহইয়া ফজল, সিলেট
ইয়াহইয়া ফজল, সিলেট
শেয়ার
হকারদের দখলে ফুটপাত-সড়ক
সিলেট নগরের চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট হয়ে নাগরি চত্বর পর্যন্ত ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত দখল হওয়ায় হাসফাঁস অবস্থা নগরবাসীর। ছবি : কালের কণ্ঠ

সিলেটের সড়ক ও ফুটপাত ফের অবৈধ হকাররা দখল করে নিয়েছে। নগরের লালদীঘিরপার এলাকায় তাদের পুনর্বাসন করা হলেও আগস্ট-পরবর্তী সময়ে সুযোগ পেয়ে ফের ফুটপাত ও সড়কে অবস্থান নিয়েছে তারা। নগরের চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট হয়ে নাগরি চত্বর পর্যন্ত ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত দখল হওয়ায় হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। এ অবস্থায় গতকাল সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক কর্মসূচি থেকে নগরী হকারমুক্ত করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

সম্প্রতি সিলেট নগরের ব্যস্ততম সুরমা পয়েন্টের নাগরিক চত্বর থেকে কোর্ট পয়েন্ট হয়ে চৌহাট্টা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে ফুটপাতের পুরোটাই অবৈধভাবে দখল করে পসরা সাজিয়েছে হকাররা। শুধু ফুটপাতই নয়, রাস্তার দুই পাশেও ভ্যান নিয়ে বসেছে তারা, বিশেষ করে করে নগরের নাগরি চত্বর থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত এলাকার অবস্থা সবচেয়ে বাজে। এখানে ফল-সবজির ভ্যান ও ঠেলার সংখ্যা বেশি। রক্ষা পায়নি জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত এলাকা ও নগর ভবনের সামনের ফুটপাতও।

গুরুত্বপূর্ণ বহু ভবনের দেয়ালেও পণ্য সাজিয়ে রেখেছে হকাররা। ফুটপাতে হাঁটতে না পেরে রাস্তায় নামছে পথচারীরা। কিন্তু সেখানেও সারি সারি ভ্যান সাজিয়ে রাখার কারণে হাঁটতে পারছে না তারা। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সিলেট নগরকেন্দ্রিক রাজনীতিতে হকার একটা বড় ইস্যু। যে কারণে ফুটপাত দখলমুক্ত করা যায়নি দীর্ঘদিন। যদিও বিগত দিনে সিলেট সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় ফুটপাত হকারমুক্ত করা সম্ভব হয়েছিল। নগরের লালদীঘিরপার এলাকায় অস্থায়ী মার্কেট করে হকারদের পুনর্বাসন করা হয়েছিল।

সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, শুধু ফুটপাতই নয়, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশ দখলে নিয়েছে হকাররা।

মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজটও বেড়েছে ভয়ানকভাবে। আমরা গত মাসে এ নিয়ে সভা করে রমজানের আগে হকার উচ্ছেদের দাবি জানিয়েছিলাম; কিন্তু কোনো লাভ হয়নি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ফুটপাত দ্রুত হকারমুক্ত করার তাগিদ দিয়ে বলেন, আমাদের ভুলে গেলে চলবে না এই হকাররা অতীতে নগর ভবনে পর্যন্ত হামলা চালিয়েছিল। তিনি বলেন, সুতরাং এটি না থামালে যে বা যারাই এখন এ কাজে প্রশ্রয় দিচ্ছে তারাও একই রকম পরিস্থিতির মুখে পড়তে পারে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার কালের কণ্ঠকে বলেন, ফুটপাত হকারমুক্ত করতে সিটি করপোরেশন কাজ করছে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কিছুদিন ধরে আমরা মাইকিং করছি। লিফলেটও বিলি করব। বিষয়টি সমাধানে কাজ চলছে।

৪৮ ঘণ্টার আলটিমেটাম

সিলেটের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখলের প্রতিবাদে এবং দ্রুত হকার উচ্ছেদের দাবিতে গতকাল বুধবার আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

গতকাল দুপুর ২টায় নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও অসংখ্য নাগরিক অংশ নেয়।

সমাজসেবী ও ছাত্রনেতা বেলায়েত হোসেন মোহনের সভাপতিত্বে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন যমুনা অয়েল লিমিটেডের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিসিকের সাবেক কাউন্সিলর ওলিউর রহমান সুহেল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি রিয়াজ আহমেদ, নারী উদ্যোক্তা ও রাজনীতিবিদ ফাহিমা কুমকুম।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি কপোতাক্ষতে চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে সেটি। ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে।

মন্তব্য

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য
সংক্ষিপ্ত

কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যপ্রাণীর উপকারিতাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : কালের কণ্ঠ

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে প্রাইমেট ফেয়ার-২০২৫ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।

 

মন্তব্য

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে একটি মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ