আখ চাষের জন্য ময়মনসিংহ জেলা একসময় বিখ্যাত ছিল। কিন্তু দিন দিন কৃষকরা আগ্রহ হারাচ্ছেন আখ চাষে। গত পাঁচ বছরে আবাদ কমেছে প্রায় তিন ভাগের এক ভাগ। কৃষকরা জানিয়েছেন, শ্রমিক সংকট, ন্যায্য মূল্য না পাওয়া এবং অন্য ফসলের তুলনায় কম লাভ হওয়ার কারণেই আখের আবাদ কমছে।
ময়মনসিংহ
কৃষকের আগ্রহ কমেছে আখ চাষে
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় ধান চাষের বাইরে যে ফসলটি পরিচিত ছিল তা আখ চাষ। বিশেষ করে ফুলবাড়িয়া, হালুয়াঘাট, গফরগাঁও, ত্রিশালসহ বেশির ভাগ উপজেলাতেই আখের আবাদ ছিল। কৃষি বিভাগের তথ্য মতে, ২০২৪ সালে এক হাজার ৯৯৬ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। অথচ ২০১৯ সালে এ জমির পরিমাণ ছিল দুই হাজার ৭৩৪ হেক্টর।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ফুলবাড়িয়া উপজেলায় একসময় ১৩টি ইউনিয়নে ব্যাপক আখের আবাদ হয়েছে। বর্তমানে রাধাকানাই, বাকতা ও কালাদহ ইউনিয়নের কিছু এলাকায় আখের আবাদ করছেন কৃষক।
২০২১ সালে ফুলবাড়িয়ায় আখের আবাদ হয়েছিল ৮৫০ হেক্টর জমিতে। এ বছর আবাদ হয়েছে ৬৫০ হেক্টর জমিতে।
চাঁদপুরের কৃষক সেলিম মিয়া বলেন, ‘গত বছর প্রায় ১০০ শতাংশ জমিতে আখের আবাদ করেছিলাম। এ বছর করেছি মাত্র ৬০ শতাংশ জমিতে। শ্রমিক সংকট, উন্নত জাতের আখের চারা নেই। যে কারণে প্রতিবছর আখের আবাদ কমছে।
আরেক চাষী শহিদুল ইসলাম বলেন, আখে এক সময় লাভ হলেও এখন আর লাভ হচ্ছে না। আক্ষেপ করে তিনি বলেন, দেশে চিনির দাম বেড়েছে। কিন্তু আখ চাষীদের তেমন লাভ নেই।
ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) তাহমিনা ইয়াসমীন বলেন, আখের আবাদ আগের চেয়ে কমেছে। তবে কৃষকরা সেখানে স্বল্প মেয়াদে অন্য ফসল আবাদ করছে।
সম্পর্কিত খবর

চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী রিমান্ডে
রংপুর অফিস

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিক নামের এক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

কুমিল্লায় সাবেক বার সেক্রেটারির ওপর হামলা
কুমিল্লা প্রতিনিধি

অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে এলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলা করা হয়। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ নিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান। মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

ডাকাতি ও হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আ. সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আ. আজিজ ছেনু হাওলাদারের ছেলে আ. মালেক হাওলাদার (৬৬), আ. মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ হাওলাদারের ছেলে আইয়ুব আলী হাওলাদার (৫৮)।
।
সংক্ষিপ্ত
ভেকু দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি আশ্রয়ণ প্রকল্প কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি।