বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ উপজেলা হিসেবে ত্রিশাল উপজেলা শীর্ষে। এই উপজেলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। দুই যুগের বেশি সময় ধরে এই উপজেলার তরুণ-যুবক থেকে সব ধরনের ব্যবসায়ী এই চাষে সফলতা দেখলেও গত কয়েক বছরে গুনতে হচ্ছে লোকসান। চাষিদের রক্ষা ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অল্প জমিতে বেশি মাছ উৎপাদনের লক্ষ্যে চালু করা হয়েছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) নামের প্রযুক্তি।
গত সাত মাসে এই প্রযুক্তি ব্যবহার করে পাওয়া যায় বৈপ্লবিক সফলতা। এতে উপজলার উৎপাদিত মাছের খরচ কমবে প্রায় ১৫০ কোটি টাকা ও জমির অপচয় কমবে প্রায় ২০০ হেক্টর।
ত্রিশালে এআই প্রযুক্তির দেশীয় মাছ উৎপাদনের লক্ষ্যে গত সোমবার দুপুরে এই প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ প্রমুখ।
চাষিদের সুবিধার্থে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য নেক্সাস ফিস নেটওয়ার্ক নামের একটি মোবাইল অ্যাপস তৈরি করা হয়, যার মাধ্যমে একজন চাষি ঘরে বসেও তাঁর পুকুরে উৎপাদিত মাছের চাহিদা, সমস্যা সমাধান করতে পারবেন।