মাদারীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপপরিচালক (ডিডি) কামাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। টিসিবির পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের কোনো সংবাদ না করার জন্য কালের কণ্ঠের প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এদিকে পণ্যবাহী প্রতিটি ট্রাকের সঙ্গে মাঠ পর্যায়ে একজন করে ট্যাগ কর্মকর্তা থাকার কথা থাকলেও ট্যাগ কর্মকর্তারা জানেন না কার ডিউটি কোথায়। দু-একটি জায়গা ছাড়া বাকি স্পটগুলোতে ট্যাগ কর্মকর্তাদের ট্রাকের সঙ্গে পাওয়া যায়নি।
মাদারীপুর
টিসিবির ডিডির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
- লাইসেন্স করতে লক্ষাধিক টাকা ঘুষ
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার জানান, মাদারীপুরে টিসিবির উপপরিচালক কামাল হোসেন প্রত্যেক ডিলারের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা ঘুষ নেন। এর পরই ট্রাক মাঠ পর্যায়ে যাওয়ার অনুমতি দেন ডিডি।
একাধিক ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিলাররা লাইসেন্স করতে গেলে লক্ষাধিক টাকা ঘুষ দিতে হয় ডিডি কামাল হোসেনসহ বিভিন্ন অফিসে। তবে বেশির ভাগ টাকা দিতে হয় ডিডি কামাল হোসেনকে।
অন্যদিকে মাঠে তদারকির জন্য ট্যাগ অফিসার না থাকায় কিছু কিছু ডিলার সুবিধাভোগীদের কাছে ৬০ থেকে ৭০ শতাংশ পণ্য বিক্রি করে বাকি পণ্য নিয়ে দ্রুত চলে যান। এ সময় সুবিধাভোগীদের ট্রাকের পেছনে পেছনে ছুটতেও দেখা যায়। কখনো আবার জনতার চাপের মুখে পড়ে পণ্য বিক্রি করতে বাধ্য হন।
তবে অভিযোগ অস্বীকার করে টিসিবির উপপরিচালক কামাল হোসেন বলেন, ‘আপনারা যে টাকা লেনদেনের কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সমানভাবে সব কিছু দিচ্ছি এবং প্রতিদিন ট্যাগ অফিসারদের অবগত করছি। কোথাও কোনো অনিয়ম হলে আমরা ডিলারদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।’
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী বলেন, ‘ডিসি স্যারের স্বাক্ষর নিয়ে আমরা পাঁচজন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছি। ট্যাগ অফিসারদের সঙ্গে ডিলারদের নামও ফিক্সড করে দিয়েছি। ডিলারের সংখ্যা বেশি হওয়ায় বাই রোটেশন ডিলার পরিবর্তন করা হচ্ছে। এটা সমন্বয় করার কথা টিসিবি কর্মকর্তার। প্রতি ট্রাকে ৪০০ প্যাকেট থাকবে। স্পটে পুরো সময় ট্যাগ অফিসাররা থাকবেন। পণ্য দেওয়া শেষ হলে ট্যাগ অফিসাররা ওখান থেকে চলে আসবেন। যদি কোনো অনিয়ম হয় তাহলে টিসিবি কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।’
সম্পর্কিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ
নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। সেই হিসাবে ঢাকা কলেজ ক্যাম্পাসই হচ্ছে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স (সদর দপ্তর)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রশাসক পদে সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

মুসলমানদের নিপীড়নের প্রতিবাদে আগামীকাল হেফাজতের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এসংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে বর্বর দখলদার ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলমানদের ওপর ক্রমবর্ধমান হামলা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইইউ
নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে গুরুতর আহত আট হাজারজনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিচ্ছে ইইউ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটি গতকাল বুধবার চালু হয়েছে। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার।

মোটরসাইকেল কিনতে এসআই-এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক

পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) র্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। পুলিশের জন্য ৩৬৪টি পিকআপ ভ্যান এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা হবে। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার।