সুন্দরবন ছেড়ে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে আসছে। বনসংলগ্ন গ্রামগুলোতে যুগ যুগ ধরে বাঘ ও মানুষের মধ্যে এক ধরনের দন্দ্ব চলছে। অনেক সময় হামলা-পাল্টাহামলায় প্রাণ হারাচ্ছে উভয় পক্ষ। বাঘসহ বন্যপ্রাণী ঠেকাতে সুন্দরবনের সীমানায় নাইলনের বেড়া (ফেন্সিং) নির্মাণ করা হচ্ছে।
বাগেরহাট
বাঘ ঠেকাতে সুন্দরবনের সীমানায় বেড়া
বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, বাগেরহাট

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদী পার হয়ে বনে প্রবেশ করে আট থেকে দশ ফুট সামনে গিয়ে দেখা মিলবে ফেন্সিংয়ের কাজ। কংক্রিটের পিলার মাটিতে বসানো হচ্ছে। পাশে শ্রমিকরা নাইলনের দড়ি দিয়ে হাতে এক ধরনের জাল তৈরি করছেন।
জানা গেছে, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা, চাঁদপাই এবং পশ্চিম বিভাগের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের আওতাধীন ৬০ কিলোমিটার এলাকাজুড়ে নাইলনের বেড়া (ফেন্সিং) দেওয়া হচ্ছে। এরই মধ্যে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগের আওতাধীন এলাকায় বনে ২০ কিলোমিটার ফেন্সিংয়ের কাজ শেষ হয়েছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন ভোলা নদীপারের খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা মৎস্যজীবী জামাল গাজী জানান, তার বাড়ির পাশের ভোলা নদী পলিমাটি জমে ভরাট হওয়ার কারণে মাঝেমধ্যে সুন্দরবন ছেড়ে বাঘ তাদের গ্রামসহ আশপাশের গ্রামে চলে আসে। গত দুই মাস আগেও একটি বাঘ তাদের গ্রামে ঢুকে পড়ে। তিনি নিজেও গ্রামবাসীর সঙ্গে বাঘ ধাওয়া করতে গিয়েছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবন পূর্ব বিভাগে ৩০ কিলোমিটার এলাকায় বনের মধ্যে নাইলনের বেড়া (ফেন্সিং) দেওয়ার কাজ চলছে। মাটি থেকে ১০ ফুট উঁচু করা হচ্ছে ফেন্সিং। এরই মধ্যে পূর্ব বিভাগে ১০ কিলোমিটার নাইলনের ফেন্সিং কাজ শেষ হয়েছে। পূর্ব বিভাগে ২০ কিলোমিটারের প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে ফেন্সিংয়ের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান জানান, সুন্দরবনে নাইলনের যে ফেন্সিং দেওয়া হচ্ছে তা পরিবেশবান্ধব। টেম্পার চলে গেলে ফেন্সিং মাটির সঙ্গে মিশে যাবে। নাইলনের এই ফেন্সিংয়ের স্থায়িত্ব আট থেকে দশ বছর ধরা হয়েছে। আগামী অর্থবছর নতুন করে আরো ১৪ কিলোমিটার ফেন্সিং করা হবে বলে তিনি জানান।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে আসতে চাইলে ফেন্সিংয়ের কারণে বাধাগ্রস্ত হয়ে ফিরে যাবে। নাইলনের বেড়া তৈরির পাশাপাশি বনসংলগ্ন গ্রামের মানুষকে সচেতন করতে হবে। ফেন্সিং রক্ষা করতে মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। নাইলনের বেড়া কেউ ক্ষতি করলে আইনের ব্যবহার কঠোরভাবে প্রয়োগ করতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ।
সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সংক্ষিপ্ত
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মানুষ ও সংস্কৃতি’, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে ‘প্রাইমেট ফেয়ার-২০২৫’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।