বরগুনার সদর থানায় প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করার পর থানার ভেতরেই তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তাঁর মেয়ে সারজিনা মিমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ মার্চ প্রতারণার অভিযোগে একটি মামলায় সোহান মোল্লাকে (২৬) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানার নারী ও শিশু হেল্পডেস্ক রুমে নেওয়া হয়। ওই সময় ইসরাত ও তাঁর মেয়ে সারজিনা থানায় প্রবেশ করেন। এ সময় ইসরাত নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি পরিচয় দিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে তিনি দ্রুত নারী ও শিশু হেল্পডেস্ক রুমে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় কর্তব্যরত এক কনস্টেবল বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।
বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।