২০২০ সালে ময়মনসিংহ নগরীর খাগডহর রহমতপুর এলাকায় ৬.১ একর জমির ওপর হাইটেক পার্কের নির্মাণকাজ শুরু হয়। সাততলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলায় ১৫ হাজার বর্গফুট জায়গা থাকবে। প্রকল্পটির মেয়াদ ছিল ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় এর মেয়াদকাল আরো এক বছর বাড়ানো হয়।
সেই হিসেবে বর্তমান বছরের জুন মাসে এর কাজ শেষ হওয়ার কথা। কিন্তু সাত মাস ধরে বন্ধ আছে পার্কটির নির্মাণকাজ। বিগত সরকারের পতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে যাওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, পুরো কাজের অন্তত ৪৫ শতাংশ বাকি ছিল প্রকল্পটির। প্রকল্পটির মোট ব্যয় ধরা আছে ১৫৩ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম ‘এলএন্ডটি’।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পার্কটি চালু হলে প্রতিবছর অন্তত এক হাজার তরুণ-তরুণী এখানে প্রশিক্ষণের সুযোগ পাবেন। ঘটবে কর্মসংস্থানের সুযোগ।
সাত মাস ধরে পুরোপুরি স্থবির এখানের কর্মষজ্ঞ। প্রতিদিন এখানে কাজ করতেন প্রায় আড়াই শ শ্রমিক। তাঁরাও এখন বেকার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্প স্থানে কোনো লোকজন নেই। পড়ে আছে নির্মাণসামগ্রী।
রোদ-বৃষ্টিতে অনেক সামগ্রী নষ্টও হচ্ছে। মরচে ধরেছে লোহার রডে। তবে স্থানীয় লোকজন বলেছেন, তাঁরা দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন চান।
প্রকল্প এলাকায় দায়িত্বরত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, অনেকটা ভয় ও আতঙ্কের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গিয়েছিল। কিন্তু এখন তারা আবার ফিরে আসছে। কয়েক দিনের মধ্যেই এখানে জোরেশোরে কাজ শুরু হবে।