সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নওগাঁ মাজারের ওরসে ভিড়ে পদপিষ্ট হয়ে রোকেয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ হজরত শাহ শরীফ জিন্দানী (রা.) মাজারের পশ্চিম পাশে ভাঙ্গা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের মগরোফ হোসেনের মেয়ে।
এ বিষয়ে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, মাজারে ওরস চলাকালীন মানুষের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে রোকেয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।