বিজিবি-বিএসএফ কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশি নাগরিক দুজন হলেন মাদারীপুরের বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশালের আগৈলঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেনিপুর বিওপির পাশে এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কম্পানির ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার নায়েক সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালী কম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।