পঞ্চগড় সদর উপজেলায় সাহরিতে মাইকে ডাকাকে কেন্দ্র করে শিক্ষক-ছাত্রদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, ছাত্রসহ আহত হয়েছেন ২৭ জন। অন্য পক্ষের আহত হয়েছেন দুজন। মোট ২৯ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলায় সাহরিতে মাইকে ডাকাকে কেন্দ্র করে শিক্ষক-ছাত্রদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, ছাত্রসহ আহত হয়েছেন ২৭ জন। অন্য পক্ষের আহত হয়েছেন দুজন। মোট ২৯ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তেলিপাড়া নেছারিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মসজিদের মাইকে প্রতিদিন সাহরিতে খেয়ে রোজা রাখার জন্য ডাকা হয়। এ নিয়ে প্রতিবেশী কায়েদে আজমের স্ত্রী সাবিনা ইয়াসমিন প্রতিবাদ করেন। পরে কয়েক দিন মাইক বন্ধ রাখা হয়। কিন্তু ওই সমাজের বেশির ভাগ মানুষ দাবি জানালে আবার মাইকে ডাকাডাকি শুরু হয়।
অভিযোগ অস্বীকার করে কায়েদে আজম বলেন, ‘তারা আমাদের বাড়ির দিকে মাইক ঘুরিয়ে দিয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
রামগঞ্জে প্রতারণা করে সাত নারী গ্রাহকের ৩৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পোস্টমাস্টার জসিম উদ্দিনসহ সাতজনের নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামগঞ্জ) আদালতে ভুক্তভোগী ফেরদৌসি আক্তার বিউটি এই মামলা করেন। ভুক্তভোগী আরো ছয়জন মামলার সাক্ষী। বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, বিচারক মোহাম্মদ ইসমাইল ঘটনাটি আমলে নিয়েছেন।
ভালুকায় আগুনে পুড়েছে সংরক্ষিত বনের প্রায় তিন একর বেতবাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশঝাড়। উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চানপুর এলাকায় গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলায় মোট ১৯ জন তালিকাভুক্ত আহত রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জাল ফেলে মাছ শিকার করছিলেন শওকত হোসেন ও তাঁর সঙ্গীরা। তখন ওই জেলের জালে ধরা পড়ে ২৮ কেজির একটি কাতল মাছ।
পরে জেলে শওকত মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় ভাই ভাই নামের এক মাছের আড়তে। এ সময় ৬৭ হাজার ২০০ টাকায় কাতলটি নিলামে বিক্রি করেন জেলে শওকত।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাই ভাই মাছের আড়তে নিলাম ডাকে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ কেজি ওজনের কাতল মাছটি আমি কিনে নেই। পরে মোবাইল ফোনে ভিডিও কলে মাছটি দেখিয়ে ঢাকার একজন শৌখিন মাছ ক্রেতার কাছে সামান্য লাভে আমি বিক্রি করেছি।’