ভোলার তজুমদ্দিন উপজেলায় সাতটি দেশি আগ্নেয়াস্ত্র, চারটি রকেট ফ্লেয়ার ও চার রাউন্ড গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদৌস ওরফে হেজু (৪০)।