ডোবা থেকে উদ্ধারকৃত হাতিটির মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ডোবা থেকে উদ্ধারকৃত হাতিটির মৃত্যু
বাঁশখালীতে ডোবা থেকে উদ্ধার হাতিটি ২২ দিন পর মারা গেছে। ছবি : কালের কণ্ঠ

বাঁশখালীতে ডোবা থেকে উদ্ধার হাতিটি ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুর ১২টায় মারা গেছে। তবে বন বিভাগ জানিয়েছে, মৃত হাতিটি ময়নাতদন্তের জন্য এখনো ঘটনাস্থলে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। সে জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে বিশেষ ডাক্তার আনা হবে।

বন বিভাগ জানিয়েছে, গত ৭ মার্চ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে হাতিটিকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী হাতিটি ডোবায় আটকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে ছিল বলে বাঁচানো সম্ভব হয়নি। বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহিন অরণ্যের বাইশ্যার জুম এলাকার কাদাময় ডোবায় হাতিটি আটকা ছিল।

স্থানীয় বাসিন্দারা জানায়, উদ্ধারের চার-পাঁচ দিন আগে থেকেই এলাকাবাসী ও বন বিভাগের অজান্তে কাদায় আটকে খাদ্যসংকট ও দুর্বলতায় অবশ হয়ে পড়ে হাতিটির শরীর।

বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, অনেক চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে পারিনি। শুক্রবার দুপুর ১২টায় মারা যাওয়ার পর গহিন অরণ্যে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ময়নাতদন্তের পর মাটিচাপা দেওয়া হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝুঁকি

শেয়ার
ঝুঁকি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে কেউ ট্রাকে, কেউ পিকআপ ভ্যানে ফিরছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।

মন্তব্য

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

অথচ নিয়ম অনুসারে ভাড়া নেওয়ার কথা এক হাজার ৩৬১ টাকা। অভিযানে নেমে এমন ঘটনা জানার পর গ্রামীণ ট্রাভেলেসকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুমবস্তি এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।

ঠিকমতো খেতেও পারি না। ঈদের জন্য আলাদা বাজার করা সম্ভব ছিল না। কিন্তু সহায় জুলুমবস্তির এই পাঁচ টাকার বাজারের জন্য এবার ভালো খাবার খেতে পারব। সংগঠনের সভাপতি ফখরুল আলম লিফাত বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে সহায়তা করা।
এই বাজারের মাধ্যমে কমপক্ষে ৫০০ পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ