বাঁশখালীতে ডোবা থেকে উদ্ধার হাতিটি ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুর ১২টায় মারা গেছে। তবে বন বিভাগ জানিয়েছে, মৃত হাতিটি ময়নাতদন্তের জন্য এখনো ঘটনাস্থলে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। সে জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে বিশেষ ডাক্তার আনা হবে।
বন বিভাগ জানিয়েছে, গত ৭ মার্চ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে হাতিটিকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী হাতিটি ডোবায় আটকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে ছিল বলে বাঁচানো সম্ভব হয়নি। বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহিন অরণ্যের বাইশ্যার জুম এলাকার কাদাময় ডোবায় হাতিটি আটকা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানায়, উদ্ধারের চার-পাঁচ দিন আগে থেকেই এলাকাবাসী ও বন বিভাগের অজান্তে কাদায় আটকে খাদ্যসংকট ও দুর্বলতায় অবশ হয়ে পড়ে হাতিটির শরীর।
বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘অনেক চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে পারিনি। শুক্রবার দুপুর ১২টায় মারা যাওয়ার পর গহিন অরণ্যে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ময়নাতদন্তের পর মাটিচাপা দেওয়া হবে।’