প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেশের বিভিন্ন স্থানে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো পুণ্যার্থী অংশ নেয়। স্নান শেষে জীব ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করে ভক্তরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসব।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা ৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়। লগ্ন শুরুর পরই তীর্থস্থানের ২০টি স্নানঘাটে পুণ্যার্থীদের ঢল নামে। রাত ১২টা ৫১ মিনিটে বিহীত পূজার মাধ্যমে শেষ হবে অষ্টমী স্নানোৎসব।
ব্রাহ্মণবাড়িয়া : প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে স্নান অনুষ্ঠিত হয়েছে।
ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলার ভণ্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামের মন্দিরঘেঁষে যমুনা নদীতে পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ : অষ্টমী স্নান উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান ময়মনসিংহ নগরী ছোঁয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের দুই পারে শনিবার লাখো পুণ্যার্থীর ঢল নামে। উৎসবটি ঘিরে নদ তীরবর্তী এলাকায় ও বিভাগীয় শহরের দুর্গাবাড়ী, স্বদেশী বাজার ও আমপট্টি সড়কে গ্রামীণ মেলা বসে।