ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে দম্পতির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরিদল। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তাঁর স্ত্রী মৌ আক্তার (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান তাঁরা।

ঘোরার জন্য তাঁরা একটি শ্যালো নৌকায় ওঠেন। তীব্র স্রোতে নৌকাটি ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ থাকেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং চেক ডিস-অনার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আক্কাস আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরিফ শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে এবং আক্কাস শিবগঞ্জের মিয়াপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। গত মঙ্গলবার রাতে ওই দুজন গ্রেপ্তার হন। গতকাল বুধবার র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্তব্য

পরীক্ষাকেন্দ্রে মেলার আয়োজন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
পরীক্ষাকেন্দ্রে মেলার আয়োজন বন্ধের দাবি

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা। এরই মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের এসএসসি পরীক্ষাকেন্দ্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে বলে প্রচারণা চলছে। এদিকে অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে মেলা বন্ধ হোক।

মেলা বন্ধের দাবি জানিয়ে গত সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, কটিয়াদী বাজার বণিক সমিতির আয়োজনে এ মেলা বাস্তবায়নের পুরো কার্যক্রম ও প্রস্তুতি চলছে।  মেলার কার্যক্রম পুরোদমে শুরু হলে এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিরও বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন অভিভাবকরা। মেলা আয়োজক কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী জানান, এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে মূল বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর মেলা চালুর চিন্তাভাবনা চলছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুুল ইসলাম জানান, পরীক্ষার পর মেলা হতে পারে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মৃত্যুর দুই বছর পর পদোন্নতি

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
মৃত্যুর দুই বছর পর পদোন্নতি

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের স্নাতকের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত মঙ্গলবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়নকৃতদের মধ্যে অবন্তিকার বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। জানা গেছে, তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান। গত বছরের ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার বাসায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা।

মন্তব্য

সাবরেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাবরেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাভারের আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা। গতকাল বুধবার দুপুরে আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

ছাত্র-জনতার অভিযোগ, আশুলিয়ার সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানি করছেন। পরে তাঁর অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ওই সব গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভুক্তভোগী দলিল লেখক মো. বাবুল রানা বলেন, কাগজপত্রে নানা জটিলতার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঘুষ দাবি করেন সাবরেজিস্ট্রার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ