দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে একজন, কিশোরগঞ্জে দুজন ও রাজবাড়ীতে একজন রয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ—
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত ও তাঁর পরিবারের অন্য দুই সদস্য আহত হয়েছেন।
গতকাল রবিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। আহতদের গোপালগঞ্জ আড়াই শ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রান্ত চন্দ্র বর্মণ (২০) ও আব্দুর রশিদ (৬৫)। গতকাল সকালে জেলার কটিয়াদী-মঠখলা সড়কে বেতাল বাজারের কাছে মক্কা ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের হেলপার প্রান্ত চন্দ্র বর্মণ নিহত হন। পৃথক ঘটনায় সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মারা যান আবদুর রশিদ (৬৫) নামের এক ব্যক্তি।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় শাবানা আক্তার (৩০) নামের বাকপ্রতিবন্ধী এক নারী নিহত ও পিংকি আক্তার নামের অন্য এক কিশোরী আহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।