ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

চলচ্চিত্র

notdefined
notdefined
শেয়ার
চলচ্চিত্র
জি স্টুডিওতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে ‘থর ২ : দ্য ডার্ক ওয়ার্ল্ড’

এনটিভি : ৮-৪৫ ঢাকা ৮৬ [বাপ্পারাজ, রঞ্জিতা, রাজ্জাক]

আরটিভি : ১২-৩৫ মায়ের মতো ভাবি [ফেরদৌস, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি]

বৈশাখী : ১০-৫০ ভাইয়া নাম্বার ওয়ান [মান্না, রচনা ব্যানার্জি]

দেশ টিভি : ৮-০০ লঙ্কাকাণ্ড [মুনমুন, জুয়েল]

এসএ টিভি : ১০-০৫ শর্ত [রাজ্জাক, শবনম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ]

জিটিভি : ১০-১৫ প্রেম সংঘাত [শাকিব খান, শাবনূর]

ডিডি বাংলা : ১১-৩৫ শশী বাবুর সংসার [অমর মল্লিক, অনুপ কুমার, ছবি বিশ্বাস, সাবিত্রী চ্যাটার্জি]

জলসা মুভিজ : ১২-০০ আমি সুভাষ বলছি [মিঠুন চক্রবর্তী, অনিন্দ্য ব্যানার্জি], ৩-২০ তুলকালাম [মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত, রচনা ব্যানার্জি], ৬-১০ আই লাভ ইউ [তাপস পাল, রজতাভ দত্ত, দেব, পাওলি দাম], ৯-৩০ শ্বশুরবাড়ি জিন্দাবাদ [প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত]

সনি সেটম্যাক্স : ১১-৫৪ মেরি জাং : ওয়ান ম্যান আর্মি [নাগার্জুন, রাহুল দেব], ২-৪৯ কোয়ি মিল গ্যায়া [রেখা, হৃতিক রোশান, প্রীতি জিনতা],   ৬-৩৪ সবসে বাড়কার হাম [মিঠুন চক্রবর্তী, মানিক বেদি], ৯-২৫ এবিসিডি ২ [বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর]

ফিল্মি : ১-০০ কারমায়োগি [জিতেন্দ্র, রেখা, রাজ কুমার, মালা সিনহা], ৫-৩০ আওয়ারগি [অনিল কাপুর, মীনাক্ষী শেষাদ্রি, গোবিন্দ], ৯-০০ সুলতান [মিঠুন চক্রবর্তী, ধর্মেন্দ্র]

স্টার গোল্ড : ১১-২০ কুলি নাম্বার ওয়ান [গোবিন্দ, কারিশমা কাপুর], ১-৪৫ বাদল [ববি দেওল, রানী মুখার্জি], ৪-৩৫ জিগার কলিজা [মহেশ বাবু, আনুশকা শেঠি], ৭-৩০ জিনে নাহি দুঙ্গা [রবি তেজা, তাপসী পান্নু], ১০-৩৫ বিধ্বংসক : দ্য ডেস্ট্রয়ার [সুরিয়া, তামান্না]

জি সিনেমা : ১২-৫৮ বুলান্দি [অনিল কাপুর, রেখা, রাভিনা ট্যান্ডন, রজনীকান্ত, শক্তি কাপুর], ৪-০২ হামারা দিল আপকে পাস হ্যায় [অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই], ৭-০৪ সুগান্ধ [রাখি গুলজার, অক্ষয় কুমার, শান্তি প্রিয়া], ৯-৩০ লাডলা [অনিল কাপুর, শ্রীদেবী, রাভিনা ট্যান্ডন]

মুভিজ নাউ : ১১-৪৫ পার্সি জ্যাকসন : সি অব মনস্টার [লোগান লারম্যান, ডগলাস স্মিথ], ১-৫০ দ্য থার্টিসিক্সথ চেম্বার অব শাওলিন [চিয়া হুই লিউ], ৩-৪০ দ্য ডার্কেস্ট আওয়ার [এমিলি হার্শ, র‌্যাচেল টেইলর], ৫-১৫ জুমানজি [রবিন উইলিয়ামস, জোনাথন হাইড, ব্রাডলি পিয়ার্স],  ৭-১৫ মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ [ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি], ৯-৩০ মেন ইন ব্ল্যাক ৩ [উইল স্মিথ, টমি লি জোনস]

জি স্টুডিও : ১০-৫০ জ্যাক রিচার [টম ক্রুজ],   ১-২৫ এই : অ্যাপোক্যালিপস আর্থ [আদ্রিয়ান পল, গ্রে হাক্স], ৩-১০ হাউ টু ট্রেইন ইওর ড্রাগন [এনিমেটেড], ৫-০৫ ওয়ার্ল্ড ওয়ার জেড [ব্র্যাড পিট, ম্যাথু ফক্স], ৭-১৫ কন এয়ার [নিকোলাস কেজ, জন কুসাক], ৯-৩০ থর ২ : দ্য ডার্ক ওয়ার্ল্ড [ক্রিস হেমসওয়ার্থ, নাটালি পোর্টম্যান]

স্টার মুভিজ : ১২-৪৯ মিস্টার পপার’স পেঙ্গুইনস [জিম ক্যারি], ২-৩৯ রিয়াল স্টিল [হিউ জ্যাকম্যান], ৫-০৮ দ্য হোস্ট [ডায়ান ক্রগার, ম্যাক্স আয়রনস], ৭-৩৫ দ্য ট্রান্সপোর্টার [জেসন স্টেথাম], ৯-৩০ দ্য মেইজ রানার [ডিলান ও’ব্রায়েন, কি হং লি]

এইচবিও : ১২-৫৫ ৩০০ : রাইজ অব অ্যান এম্পায়ার [ইভা গ্রিন], ২-৪৩ টার্মিনেটর স্যালভেশন [ক্রিশ্চিয়ান বেল], ৫-০১ সেক্স অ্যান্ড দ্য সিটি ২ [সারাহ জেসিকা পার্কার, ক্রিস্টিন ডেভিস], ৭-৪৫ ফাইনাল ডেস্টিনেশন [আলী লার্টার], ৯-৩০ ননস্টপ [লিয়াম নিসন]

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে চাঁদরাতের নাটক

শেয়ার
টিভিতে চাঁদরাতের নাটক
বিক্রয়যোগ্য ভালোবাসা, চ্যানেল আই

বিটিভি

নাটক ... [রাত ৯টা] : নাম প্রকাশ করেনি।

চ্যানেল আই

বিক্রয়যোগ্য ভালোবাসা [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালক রেজানুর রহমান। অভিনয়ে শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

এটিএন বাংলা

হ্যাপি বার্থ ডে টু মোবাইল [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : পরিচালক বাবুল আহমেদ।

অভিনয়ে শিবলী নোমান, নাবিলা ইসলাম।

আজকাল তুমি আমি [রাত ৮টা ৫০ মিনিট] : পরিচালক মারুফ হাসান সজিব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

আরটিভি

টাইটানিকে ঈদ যাত্রা [রাত ৮টা] : পরিচালক জাকিউল ইসলাম রিপন।

অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, সামান্তা পারভেজ।

প্রাসঙ্গিক
মন্তব্য

তসিবার ১০ গান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
তসিবার ১০ গান
তসিবা বেগম

বছরজুড়েই একের পর এক নতুন গান প্রকাশ করেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা। এরই মধ্যে ঈদ উপলক্ষে তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে দিলের কোকিল, আমরা সিলেটি, প্রেমের হাওয়া শিরোনামের গানগুলো। আজ [রবিবার] লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে রসিয়া নামের আরো একটি গান।

এর বাইরে আরো ছয়টি গান বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে এই গায়িকার। তসিবা বলেন, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে আরো বেশি উপভোগ্য করার জন্য শ্রোতাদের উপহার দিচ্ছি নতুন গান। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

তসিবা আরো বলেন, ঈদে এবার আমার গাওয়া রেকর্ডসংখ্যক গান প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে অনেক গানের ভিডিওতে অংশ নিতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি, যে গানগুলোতে নিজে ভিডিওতে থাকব না সেগুলো প্রকাশ করব না। তাই সংখ্যাটা দশে আছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইউটিউবে এবার নতুন নাটক কম

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ইউটিউবে এবার নতুন নাটক কম
‘হৃদয়ের এক কোণে’। সুলতান এন্টারটেইনমেন্টের নাটকটিতে আছেন জোভান ও তটিনী

গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।

ভালোবাসা দিবসের মতো এবারও নাটক মুক্তি পাবে হাতে গোনা কয়েকটি। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে মুক্তি দেবে মাত্র আটটি নাটক। অথচ এর আগে ঈদে তারা ১৬ থেকে ১৮টি করে নাটক মুক্তি দিত।

এবারের নাটকগুলো হলো এম ডি তৌফিকুল ইসলামের বাজি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের প্রেম ভাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের লাই-জু, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের বউয়ের বিয়ে, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর বান্টির বিয়ে, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ব্রেকিং নিউজ, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ফিরে দেখা, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির মন দিওয়ানা, অভিনয়ে তৌসিফ ও তটিনী।

প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো মহিদুল মহিমের হৃদয়ের এক কোণে, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের হৃদয়ে রেখেছি গোপনে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের আমি শুধু তোমার হব, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের মন দিতে চাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ব্রেকআপ থেকে শুরু, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের আমি শুধু চেয়েছি তোমায়, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর দাঁড়ালে দুয়ারে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।

পুলক অনিলের আজান, অভিনয়ে ইরফান, ফারিন খান; জুবায়ের ইবনে বকরের ফায়ার ফাইটার, অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ফারিন খান; রুবেল আনুষের কানামাছি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর লাভ মি মোর, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার অগ্নিশিখা, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।

এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সংগীতের কৌশল শেখালেন মিলা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
সংগীতের কৌশল শেখালেন মিলা

পপসংগীত শিল্পী মিলা ইসলাম ক্যারিয়ারে আবার সরব হয়েছেন। কিছুদিন আগেই ফিরেছেন প্লেব্যাকে। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। মিলা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন অভিজ্ঞতা।

এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন শিল্পীকে দর্শকদের কাছে পৌঁছার কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ