ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

আমি আর ইবনে মিজান মানেই হাউসফুল

notdefined
notdefined
শেয়ার
আমি আর ইবনে মিজান মানেই হাউসফুল
ইবনে মিজান

ফোক-ফ্যান্টাসি ছবির গুণী পরিচালক ইবনে মিজান আর নেই। ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় ক্যালিফোর্নিয়ার করোনায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ছয় সন্তানের জনক মিজান ‘ডাকু মনসুর’, ‘জিঘাংসা’, ‘নওজোয়ান’, ‘নিশান’, ‘লাইলী মজনু’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রাজনর্তকী’, ‘একমুঠো ভাত’সহ অনেক ছবি নির্মাণ করেন।

তাঁর বেশির ভাগ ছবির নায়ক ছিলেন ওয়াসিম। ইবনে মিজান প্রসঙ্গে ওয়াসিমের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

 

খবর শুনেছেন নিশ্চয়?

প্রথমে বিশ্বাস হয়নি। অনেক গোছানো একজন মানুষ ছিলেন। শরীরের প্রতি যত্ন নিতেন।

আমি শেষবার যখন ক্যালিফোর্নিয়া গেলাম, তখন মিজান ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। একেবারে আগের মতোই ফিট ছিলেন। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল! আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।

 

নিয়মিত যোগাযোগ হতো?

আমার বড় ভাইয়ের মতো ছিলেন ইবনে মিজান।

মাঝে মাঝে ফোন করতেন। দুজনে পুরনো দিনের অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা জানতে চাইতেন তিনি। আমি ভালো-মন্দ সব জানাতাম।

 

দু-একটি স্মৃতির কথা যদি বলতেন...

একবার সিলেটে শুটিং করছি।

বোধ হয় ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ ছবি হবে। কখনো গলা সমান আবার কখনো হাঁটু সমান পানি। তলোয়ারের ফাইট। বেশ সময় লাগল শুটিং করতে। পরে যখন পানি থেকে উঠলাম, দেখি নাভির মধ্যে কালো কী যেন একটা দেখা যাচ্ছে! স্থানীয় এক ছেলে দেখে চিৎকার দিয়ে উঠল। মিজান ভাই দৌড়ে এলেন। বললেন, ‘হায় হায়, এ তো জোঁক! আরেকটু হলে তো পেটের ভেতর ঢুকে যেত। তোমার তো অনেক বড় ক্ষতি হতে পারত!’ আরেকবার, মনে আছে, ‘জিঘাংসা’ ছবি শুরু করবেন তিনি। সময়ের সেরা একজন নায়ককে চুক্তিবদ্ধ করেছেন। কিন্তু শুটিংয়ের কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করলেন। বললেন, ‘ওয়াসিম, আমি ছবিতে তোমাকে নিতে চাই।’ আমি ‘না’ করলাম। কারণ অন্য নায়ককে সরিয়ে কাজ করতে রাজি নই। কিন্তু তিনি নাছোড়বান্দা। শেষ পর্যন্ত সেই নায়কের কাছ থেকে চিঠি লিখে আনলেন। আমি চিঠি পড়ে দেখলাম তিনি লিখেছেন, ‘আমি ছবিটি ছেড়ে দিয়েছি এবং আপনাকে অভিনয় করার অনুরোধ জানাচ্ছি।’ শেষ পর্যন্ত ছবিটি করতে হলো।

 

একসঙ্গে আপনাদের প্রথম ছবি কী ছিল?

‘ডাকু মনসুর’। এরপর ‘বাহাদুর’, ‘দুই রাজকুমার’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘জিঘাংসা’সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। প্রতিটি ছবিই সুপারহিট। সে সময় আমি আর ইবনে মিজান মানেই প্রেক্ষাগৃহ হাউসফুল। নিশ্চিত ব্যবসাসফল ছবি।

 

আপনার চোখে ইবনে মিজান কেমন ছিলেন?

মাস্টার্স পাস করা একজন মানুষ। খুবই বিনয়ী। কথা বলতেন মেপে মেপে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম শুনে খুব স্নেহ করতেন। উৎসাহ দিতেন। তাঁর প্রতিটি ছবিতে আমাকে রাখতে চাইতেন। কিন্তু শিডিউল মেলাতে পারতাম না। কষ্ট পেতেন। তার পরও দেখা হলে সব ভুলে যেতেন। এমন আপন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।

 

তিনি কেন ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন, সে সম্পর্কে কিছু জানেন?

ইবনে মিজান ভাই ফোক-ফ্যান্টাসি ছবির জনক ছিলেন। কিন্তু আশির দশকের শেষ দিকে দর্শকের রুচির পরিবর্তন হতে থাকে। এই ধরনের ছবি তখন খুব একটা সাড়া ফেলতে পারছিল না। তত দিনে তাঁর বড় ছেলে টিটু মিজান ক্যালিফোর্নিয়ার করোনায় প্রতিষ্ঠিত। সিদ্ধান্ত নিলেন, আর ছবি পরিচালনা না করে ছেলে-মেয়েকে সময় দেবেন। সে লক্ষ্যেই ১৯৯০ সালে দেশ ছাড়েন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ববির নতুন ছবি দিওয়ানা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ববির নতুন ছবি দিওয়ানা

কে এ নিলয়ের বউ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি দিওয়ানায় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, ববিকে নিয়ে বউ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।

সহযোগিতাপরায়ণ একজন শিল্পী তিনি। আমার পরের ছবি দিওয়ানার জন্য তাঁকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাঁকে নিয়ে কাজ করতে যাচ্ছি। শিগগিরই শুটিংয়ে যাব আমরা।
নায়ক কাকে নেব তা এখনো চূড়ান্ত করিনি। কিছু দিনের মধ্যে সব জানাব।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

স্পাই হাই

শেয়ার
স্পাই হাই
‘স্পাই হাই’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ স্পাই হাই। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।

এর সপক্ষে একটি ছবিও রয়েছে। এ ঘটনায় বদলে যায় ব্লেকের জীবন। অভিনয়ে আছেন ব্লেক রবিনস, হলি রবিনস, জলিল হাসান, এলিজাবেথ লিয়ার্ড প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

মেয়েটি এখন কোথায় যাবে

শেয়ার
মেয়েটি এখন কোথায় যাবে
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্য

অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।

বিয়ের প্রস্তাবও দেয় কৃষ্ণকলিকে। কিন্তু রাজা মুসলমান হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে কৃষ্ণকলি। পরিণামে কৃষ্ণকলিকে বাড়ি থেকে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে যায় রাজা। কাহিনি মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ