আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র নির্মাণ করেছেন হাবিবুর রহমান হাবিব। এটিই পরিচালকের প্রথম ছবি। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ। পরিচালকের ইচ্ছা বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।
প্রস্তুত দেশের প্রথম ত্রিমাত্রিক ছবি অলাতচক্র
ডিসেম্বরে মুক্তি
রংবেরং প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময়ের গল্প ‘অলাতচক্র’। প্রধান চরিত্র দানিয়েল করেছেন আহমেদ রুবেল এবং প্রধান নারী চরিত্র কর্কট রোগে আক্রান্ত তায়েবার চরিত্র করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু ও নুসরাত জাহান জেরি।
ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছবি নির্মাণের প্রযোজনীয়তা কেন অনুভব করলেন পরিচালক তার ব্যাখ্যা দিয়েছেন হাবিব, “বিশ্ব চলচ্চিত্রে এই প্রযুক্তি এখনো নতুন। বাংলা ভাষায় এখনো ত্রিমাত্রিক ছবি হয়নি। অনেকের ধারণা কেবল কমিকস, মারপিট বা বিশাল ক্যানভাসের ছবিই ত্রিমাত্রিক হলে ভালো লাগে। ২০১৪ সালে জ্যঁ লুক গদার তাঁর শৈল্পিক ছবি ‘গুডবাই টু ল্যাংগুয়েজ’ করেছিলেন ত্রিমাত্রিক প্রযুক্তিতে।
সম্পর্কিত খবর

ববির নতুন ছবি দিওয়ানা
রংবেরং প্রতিবেদক

কে এ নিলয়ের ‘বউ’ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি ‘দিওয়ানা’য় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, “ববিকে নিয়ে ‘বউ’ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।

অন্তর্জাল
স্পাই হাই

মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ ‘স্পাই হাই’। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।

চলচ্চিত্র
মেয়েটি এখন কোথায় যাবে

অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।

টিভি হাইলাইটস

ফাউল জামাই
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।
টকিং মুভিজ
বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।