ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬
প্রস্তুত দেশের প্রথম ত্রিমাত্রিক ছবি অলাতচক্র

ডিসেম্বরে মুক্তি

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ডিসেম্বরে মুক্তি
‘অলাতচক্র’ ছবির একটি দৃশ্যে আহমেদ রুবেল

আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র নির্মাণ করেছেন হাবিবুর রহমান হাবিব। এটিই পরিচালকের প্রথম ছবি। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ। পরিচালকের ইচ্ছা বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।

এরই মধ্যে বিভিন্ন উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধের সময়ের গল্প ‘অলাতচক্র’। প্রধান চরিত্র দানিয়েল করেছেন আহমেদ রুবেল এবং প্রধান নারী চরিত্র কর্কট রোগে আক্রান্ত তায়েবার চরিত্র করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু ও নুসরাত জাহান জেরি।

ত্রিমাত্রিক প্রযুক্তিতে ছবি নির্মাণের প্রযোজনীয়তা কেন অনুভব করলেন পরিচালক তার ব্যাখ্যা দিয়েছেন হাবিব, “বিশ্ব চলচ্চিত্রে এই প্রযুক্তি এখনো নতুন। বাংলা ভাষায় এখনো ত্রিমাত্রিক ছবি হয়নি। অনেকের ধারণা কেবল কমিকস, মারপিট বা বিশাল ক্যানভাসের ছবিই ত্রিমাত্রিক হলে ভালো লাগে। ২০১৪ সালে জ্যঁ লুক গদার তাঁর শৈল্পিক ছবি ‘গুডবাই টু ল্যাংগুয়েজ’ করেছিলেন ত্রিমাত্রিক প্রযুক্তিতে।

কানে পুরস্কৃত ছবিটি দেখে অন্য রকম ভালো লাগা তৈরি হয়েছিল। কল্পনায় এই গল্পটিকেও ত্রিমাত্রিকভাবেই দেখতে পেয়েছিলাম, চেয়েছি দর্শককেও সেই স্বাদ দিতে।”

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ববির নতুন ছবি দিওয়ানা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ববির নতুন ছবি দিওয়ানা

কে এ নিলয়ের বউ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি দিওয়ানায় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, ববিকে নিয়ে বউ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।

সহযোগিতাপরায়ণ একজন শিল্পী তিনি। আমার পরের ছবি দিওয়ানার জন্য তাঁকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাঁকে নিয়ে কাজ করতে যাচ্ছি। শিগগিরই শুটিংয়ে যাব আমরা।
নায়ক কাকে নেব তা এখনো চূড়ান্ত করিনি। কিছু দিনের মধ্যে সব জানাব।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

স্পাই হাই

শেয়ার
স্পাই হাই
‘স্পাই হাই’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ স্পাই হাই। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।

এর সপক্ষে একটি ছবিও রয়েছে। এ ঘটনায় বদলে যায় ব্লেকের জীবন। অভিনয়ে আছেন ব্লেক রবিনস, হলি রবিনস, জলিল হাসান, এলিজাবেথ লিয়ার্ড প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

মেয়েটি এখন কোথায় যাবে

শেয়ার
মেয়েটি এখন কোথায় যাবে
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্য

অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।

বিয়ের প্রস্তাবও দেয় কৃষ্ণকলিকে। কিন্তু রাজা মুসলমান হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে কৃষ্ণকলি। পরিণামে কৃষ্ণকলিকে বাড়ি থেকে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে যায় রাজা। কাহিনি মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ