আমি ধর্ম করি গান দিয়ে কর্ম করি গান দিয়ে
জীবনের সিংহভাগ সময় বিলিয়ে দিয়েছেন সুরের ভুবনে। গানে গানে বয়ান করে চলেছেন মানব ধর্মের দর্শন। তিনি নন্দিত বাউল শফি মণ্ডল। দুই যুগ ধরে ঢাকার বাসিন্দা, তবে গ্রামের [কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ] সঙ্গেও তাঁর সম্পর্ক অটুট। সেখানে গড়ে তুলছেন আশ্রম, স্থায়ীভাবে গ্রামে ফিরে যাওয়ার ভাবনাও আছে মনে। এ প্রসঙ্গ ধরে তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
সম্পর্কিত খবর