<p>উত্তর মেরু নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। চুম্বকীয় উত্তর মেরু বর্তমানে দ্রুতগতিতে রাশিয়ার সাইবেরিয়ার দিকে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলেছেন, ২০১৯ সাল থেকে প্রতি বছর প্রায় ২২ মাইল গতিতে এটি সরছে। এভাবে সরে গিয়ে এটি আগের অবস্থান থেকে প্রায় ১১০ মাইল দূরে পৌঁছেছে।</p> <p>কেন সরে যাচ্ছে চুম্বকীয় উত্তর মেরু?</p> <p>পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তন নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে এটি খুবই অনিয়মিত আচরণ করছে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী উইলিয়াম ব্রাউন বলেন, ‘চুম্বকীয় উত্তর মেরু এমন আচরণ করছে, যা আগে কখনো দেখা যায়নি। এটি এখন দক্ষিণ দিকে, সাইবেরিয়ার দিকে সরে যাচ্ছে।’</p> <p>ভৌগোলিক উত্তর মেরু পৃথিবীর সেই নির্দিষ্ট বিন্দু যেখানে পৃথিবীর ঘূর্ণন অক্ষ একত্রিত হয়। এটি ৯০ ডিগ্রি উত্তরে স্থির অবস্থানে থাকে। অপরদিকে, চুম্বকীয় উত্তর মেরু সেই বিন্দু যেখানে পৃথিবীর চৌম্বকক্ষেত্র সরাসরি পৃথিবীর কেন্দ্রে নির্দেশ করে। ভৌগোলিক মেরু স্থির থাকলেও চুম্বকীয় মেরু চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরে যায়।</p> <p>ওয়ার্ল্ড ম্যাগনেটিক মডেল অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারিতে চুম্বকীয় উত্তর মেরু ৮৫.৭৬ ডিগ্রি উত্তরে এবং ১৩৯.২৭ ডিগ্রি পূর্বে থাকবে। বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, ২০৩০ সালের মধ্যে এটি আরও দক্ষিণে, ৮৪.৭২ ডিগ্রি উত্তরে এবং ১২৬.০৭ ডিগ্রি পূর্বে সরে যাবে।</p> <p>চুম্বকীয় উত্তর মেরু নেভিগেশন ও জিপিএস প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটি ভৌগোলিক উত্তর মেরু থেকে আলাদা, তবুও এর পরিবর্তন আমাদের নেভিগেশন সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে।</p> <p>ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন সংস্থা প্রতি পাঁচ বছর পরপর ওয়ার্ল্ড ম্যাগনেটিক মডেল প্রকাশ করে। এর মাধ্যমে চুম্বকীয় মেরুর অবস্থান ও পরিবর্তনের দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।</p> <p>চুম্বকীয় উত্তর মেরুর দ্রুত পরিবর্তন বিজ্ঞানীদের কাছে এক বড় ধাঁধা। এর প্রভাব কীভাবে আমাদের প্রযুক্তি ও পরিবেশে পড়বে, তা বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন। তবে এটি প্রমাণ করে, পৃথিবীর অভ্যন্তরীণ পরিবর্তন সবসময়ই চলমান এবং তা আমাদের জীবনযাত্রার উপর বড় প্রভাব ফেলতে পারে।</p> <p>সূত্র: বিবিসি</p>