অভিনয়ে আরিফিন শুভ, ফাল্গুনি রহমান জলি, মৌসুমী সাহা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ৯টা, এনটিভি
গল্পসূত্র : শুভ্র গ্রুপ অব কম্পানির উত্তরাধিকারী শুভ্র চৌধুরীর গাড়ির কাচ ভেঙে পালিয়ে যেতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শহরের এক কৃপণ ব্যবসায়ীর মেয়ে মিলা। ক্ষতিপূরণ হিসেবে মিলার কাছে পঞ্চাশ হাজার টাকা চায় শুভ্র।