ঈদ নিয়ে নতুন গান

  • ঘনিয়ে আসছে বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। প্রতি ঈদের মতো এবারও মানুষের আনন্দের পালে হাওয়া দিতে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পীরা। তবে কয়েকজন গান করেছেন ঈদ নিয়ে। ঈদের সেই সব গানের খবর জানাচ্ছেন কামরুল ইসলাম
শেয়ার
ঈদ নিয়ে নতুন গান
সাথী খান, শিল্পী বিশ্বা, মোহাম্মদ মিলন

রমজানের ঐ রোজার শেষে

ঈদুল ফিতরের চিরন্তন গানে পরিণত হয়েছে এটি। ১৯৩১ সালে শিল্পী আব্বাসউদ্দীন আহমদের অনুরোধে গানটি লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপর ধীরে ধীরে এটি ঈদের ঐতিহ্যে রূপ নিয়েছে। আর ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি যেন অবিচ্ছেদ্য অংশ।

প্রতি রোজার ঈদের পর্বে ইত্যাদিতে গানটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। নতুন করে এর সংগীতায়োজন করেছেন মেহেদী।
মূলত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের বিষয়টিকে বিবেচনায় রেখেই শিক্ষার্থীদের দিয়ে গানটি গাওয়ানো হয়েছে। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখা যাবে ইত্যাদির এ পর্ব।

 

ঈদ এলো রে

ঈদ নিয়ে নতুন এই গান কণ্ঠে তুলেছেন নাজমুন মুনিরা ন্যানসি ও মোহাম্মদ মিলন। কাজী বেননূরের কথায় গানের সুর করেছেন এহসান রাহী।

সংগীতায়োজনে আয়াত রহমান সজীব। প্রায় দুই দশকের ক্যারিয়ার ন্যানসির। তবে মজার ব্যাপার হলো, এই প্রথম তিনি ঈদ নিয়ে কোনো গান করলেন। তাই উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, আমার পুরো ক্যারিয়ারে কখনো ঈদের গান করা হয়নি। এই প্রথম করেছি।
গানটি কাজী বেননূর ভাইয়ের লেখা এবং তারই উদ্যোগে এমন একটি গান গাইবার সুযোগ হলো। এহসান রাহী একটি ফোনকলেই এত সুন্দর সুর করে দিলেন, মন ভরে গেল। আশা করছি গানটি শ্রোতাদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে মিলন বলেন, আমার ভীষণ প্রিয় ও শ্রদ্ধাভাজন শিল্পী ন্যানসি আপু। একদিকে তাঁর সঙ্গে গাওয়া, তার ওপর ঈদের গান; সব মিলে গানটি আমার জন্য বিশেষ। এরই মধ্যে ন্যানসির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী।

 

ঈদ আনন্দ

আনন্দের কথায় আনন্দের গান-ব্যাপারটা এমনই। ঈদের আনন্দের কথা মাথায় রেখে গানটি লিখেছেন তারেক আনন্দ। গেয়েছেন চার শিল্পীশিল্পী বিশ্বাস, শাহরিয়ার রাফাত, রাইসা খান ও সবুজ আহমেদ। গানটির সুর-সংগীতও করেছেন রাফাত। খান মাহীর নির্মাণে ভিডিওতে মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। গানটি নিয়ে শিল্পী বিশ্বাস বলেন, জমজমাট ঈদের গান। আমরা সবাই চেষ্টা করেছি ভালো গাওয়ার। এটি যারাই শুনবেন, ঈদের আনন্দে ভেসে যাবেন। গায়ক, সুরকার ও সংগীত পরিচালক রাফাত জানান, চ্যানেঞ্জ নিয়ে গানটি করেছেন। কারণ ঈদের গানে উৎসবের আমেজ রেখে সুর-সংগীত সাজাতে হয়েছে তাঁকে। শিল্পী বিশ্বাসের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হবে ঈদে।

 

ঈদ মোবারক

নিজের চ্যানেল থেকে নিয়মিত গান করেন সাথী খান। ঈদ উপলক্ষে নিয়ে এলেন এই বিশেষ গান। এর কথা ও সুর হানিফ খানের। সংগীতায়োজনে আহমেদ সজীব। ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ভিডিওতে পারফরম করেছেন শুভ, সাজিম খান, জেনিফা সাফরিন, এম এম রহমান ও সুমি। রয়েছে গায়িকা সাথী খানের উপস্থিতিও। ২৪ মার্চ গানচিত্রটি শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সাথী খান বলেন, গানটি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। ঈদ সবার জন্যই আনন্দের উপলক্ষ। সেটা ভেবেই গানটি করেছি। প্রকাশের পর থেকে দারুণ সাড়াও পাচ্ছি।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে চাঁদরাতের নাটক

শেয়ার
টিভিতে চাঁদরাতের নাটক
বিক্রয়যোগ্য ভালোবাসা, চ্যানেল আই

বিটিভি

নাটক ... [রাত ৯টা] : নাম প্রকাশ করেনি।

চ্যানেল আই

বিক্রয়যোগ্য ভালোবাসা [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালক রেজানুর রহমান। অভিনয়ে শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

এটিএন বাংলা

হ্যাপি বার্থ ডে টু মোবাইল [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : পরিচালক বাবুল আহমেদ।

অভিনয়ে শিবলী নোমান, নাবিলা ইসলাম।

আজকাল তুমি আমি [রাত ৮টা ৫০ মিনিট] : পরিচালক মারুফ হাসান সজিব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

আরটিভি

টাইটানিকে ঈদ যাত্রা [রাত ৮টা] : পরিচালক জাকিউল ইসলাম রিপন।

অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, সামান্তা পারভেজ।

প্রাসঙ্গিক
মন্তব্য

তসিবার ১০ গান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
তসিবার ১০ গান
তসিবা বেগম

বছরজুড়েই একের পর এক নতুন গান প্রকাশ করেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা। এরই মধ্যে ঈদ উপলক্ষে তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে দিলের কোকিল, আমরা সিলেটি, প্রেমের হাওয়া শিরোনামের গানগুলো। আজ [রবিবার] লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে রসিয়া নামের আরো একটি গান।

এর বাইরে আরো ছয়টি গান বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে এই গায়িকার। তসিবা বলেন, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে আরো বেশি উপভোগ্য করার জন্য শ্রোতাদের উপহার দিচ্ছি নতুন গান। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

তসিবা আরো বলেন, ঈদে এবার আমার গাওয়া রেকর্ডসংখ্যক গান প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে অনেক গানের ভিডিওতে অংশ নিতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি, যে গানগুলোতে নিজে ভিডিওতে থাকব না সেগুলো প্রকাশ করব না। তাই সংখ্যাটা দশে আছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইউটিউবে এবার নতুন নাটক কম

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ইউটিউবে এবার নতুন নাটক কম
‘হৃদয়ের এক কোণে’। সুলতান এন্টারটেইনমেন্টের নাটকটিতে আছেন জোভান ও তটিনী

গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।

ভালোবাসা দিবসের মতো এবারও নাটক মুক্তি পাবে হাতে গোনা কয়েকটি। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে মুক্তি দেবে মাত্র আটটি নাটক। অথচ এর আগে ঈদে তারা ১৬ থেকে ১৮টি করে নাটক মুক্তি দিত।

এবারের নাটকগুলো হলো এম ডি তৌফিকুল ইসলামের বাজি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের প্রেম ভাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের লাই-জু, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের বউয়ের বিয়ে, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর বান্টির বিয়ে, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ব্রেকিং নিউজ, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ফিরে দেখা, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির মন দিওয়ানা, অভিনয়ে তৌসিফ ও তটিনী।

প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো মহিদুল মহিমের হৃদয়ের এক কোণে, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের হৃদয়ে রেখেছি গোপনে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের আমি শুধু তোমার হব, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের মন দিতে চাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ব্রেকআপ থেকে শুরু, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের আমি শুধু চেয়েছি তোমায়, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর দাঁড়ালে দুয়ারে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।

পুলক অনিলের আজান, অভিনয়ে ইরফান, ফারিন খান; জুবায়ের ইবনে বকরের ফায়ার ফাইটার, অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ফারিন খান; রুবেল আনুষের কানামাছি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর লাভ মি মোর, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার অগ্নিশিখা, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।

এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সংগীতের কৌশল শেখালেন মিলা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
সংগীতের কৌশল শেখালেন মিলা

পপসংগীত শিল্পী মিলা ইসলাম ক্যারিয়ারে আবার সরব হয়েছেন। কিছুদিন আগেই ফিরেছেন প্লেব্যাকে। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। মিলা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন অভিজ্ঞতা।

এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন শিল্পীকে দর্শকদের কাছে পৌঁছার কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ