বরবাদ
এবার ঈদে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবি যে অন্য ছবিগুলোর চেয়ে এগিয়ে থাকবে, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। মাঝখানে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে হিসাবটা একটু ওলটপালট হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ২৬ মার্চ বিকেলে সেই আশঙ্কা কেটে গেলে সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী।
শাকিব খানের আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়ে ‘বরবাদ’ সর্বোচ্চ রেন্টাল পেয়েছে ১৩ লাখ টাকা। খুলনার চিত্রালী হল দিয়েছে এই রেন্টাল। তবে শুরুতে প্রযোজক পাঁচ লাখ টাকার নিচে ছবিটির রেন্টাল করবেন না বললেও গতকাল জানা গেল, দেড় লাখেও ঢাকার বাইরে ছোট ছোট অনেক হল বুকিং হয়েছে। নরসিংদীর মাধবদীতে ছোট একটি হল মমতা। এই হল বুকিং করেন এস কে শামীম। তিনি ছবিটি দুই লাখ টাকায় বুকিং করেছেন বলে জানিয়েছেন। ‘বরবাদ’ ছবির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া [মাস্টার]। প্রবীণ এই ব্যবস্থাপক জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ১২০টির বেশি হলে ছবিটি মুক্তি দেওয়া। এরই মধ্যে শতাধিক হল চূড়ান্ত হয়েছে। ‘বরবাদ’ প্রযোজক শাহরীন আক্তার সুমী বলেন, ‘আমাদের টার্গেট ছিল ১০৫ থেকে ১১০টি হল। এরই মধ্যে ১১০টি হল চূড়ান্ত হয়েছে। আরো সাত-আটটি হল নিয়ে কথা চলছে। মনে হচ্ছে, শেষ পর্যন্ত সংখ্যাটা ১২০-এ দাঁড়াবে।’

জংলি
গত বছর থেকেই আলোচনায় এম রাহিমের ‘জংলি’। বিশেষ করে সম্প্রতি ছবির অভিনব প্রচারণা বেশ হাইপ তুলেছে। ‘জংলি’ পরিবেশনার দায়িত্বে রয়েছে অভি কথাচিত্র। সিয়াম আহমেদের ‘শান’ ছবির পরিবেশনার দায়িত্বেও ছিল প্রতিষ্ঠানটি। ‘শান’ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে যেমন মুক্তি পেয়েছিল তেমনি বিভিন্ন ভাষায় ডাবিং করেও পেয়েছে সফলতা। ‘জংলি’ পরিচালক এম রাহিম বলেন, “আশা করছি, হলসংখ্যায় আমরা ‘বরবাদ’ ছবির পরের স্থানেই থাকব। এরই মধ্যে সেই সংখ্যা হয়েও গেছে। পরে সব জানাব।” এম রাহিম সঠিক হলসংখ্যা না জানালেও বুকিং এজেন্ট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এরই মধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে।

চক্কর ৩০২
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘চক্কর ৩০২’ নামের ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিকিতা নন্দিনী শিমু, তারিনসহ অনেকে। তিন সপ্তাহ আগেই জীবন জানিয়েছিলেন ছবিটি ঈদে মুক্তি দেবেন। সেই অনুযায়ী সেন্সর ছাড়পত্রও নিয়েছেন। গতকাল সন্ধ্যায় ছিল ছবিটির স্পেশাল স্ক্রিনিং। তার আগে বিকেলে ছবিটি নিয়ে মোবাইল ফোনে কথা হয় জীবনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ঈদে ছবিটি শুধু মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দিতে চাই। সেই অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, যমুনা ব্লকবাস্টার, লায়নস সিনেমাস চূড়ান্ত হয়েছে। পরে দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সিঙ্গল স্ক্রিনগুলোতে ছবিটি মুক্তি দেব।’

জিন ৩
‘জিন’ সিরিজের আগের দুটি ছবি ভালো ব্যবসা করেছিল। দুটি ছবিই ছিল কম বাজেটের, তবে দর্শক বিনোদিত হয়েছিল। আগের ছবি দুটিও প্রথমে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। সিঙ্গল স্ক্রিনকে গুরুত্ব দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে তারা। ছবির পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘ছবিটিতে অনেক গ্রাফিকসের কাজ আছে। সেগুলো সাধারণ হলগুলোতে স্পষ্ট দেখা যায় না। তাই আমরা মাল্টিপ্লেক্সগুলোকে প্রাধান্য দিচ্ছি। ছবির রেন্টাল নিয়ে এখনই বলতে চাই না। ব্যাবসায়িক পলিসির কারণে হয়তো কেউ বলবেও না। তবে আমাদের ইনভেস্টের বেশির ভাগই রিলিজে উঠে আসবে বলে মনে করছি।’

অন্তরাত্মা
দুই বছর ধরে ঈদে একটি করে সিনেমা মুক্তি দেন শাকিব খান। এবারও কথা ছিল শুধু ‘বরবাদ’ মুক্তি পাবে। হঠাৎ গত সপ্তাহে জানা গেল, শুধু ‘বরবাদ’ নয়, ঈদে শাকিবের ‘অন্তরাত্মা’ও মুক্তি পাবে। চার বছর আগে ২০২১ সালে ছবিটির শুটিং শেষ করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। কাউকে কিছু না জানিয়ে সেন্সরেও জমা দেন তিনি। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন ছবিটি মুক্তি দেওয়ার। ‘অন্তরাত্মা’র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রুহুল আমিন। এর আগে শাকিব খানের ‘দরদ’সহ শতাধিক ছবির ব্যবস্থাপক ছিলেন তিনি। রুহুল আমিন বলেন, ‘এরই মধ্যে আমাদের সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ১৩টি সিঙ্গল স্ক্রিনও চূড়ান্ত। আজ [শনিবার] সন্ধ্যায় আরো কয়েকটি হল চূড়ান্ত হবে। আসলে ছবির হলসংখ্যা দিয়ে মান বিচার হয় না। আমার ছবির মেরিট থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে হল আরো বাড়বে, বাড়বে রেন্টালও।’
এখন ‘অন্তরাত্মা’র রেন্টাল কেমন, জানতে চাইলে সরাসরি বলতে নারাজ রুহুল। বলেন, ‘এটা ব্যাবসায়িক পলিসি। আমি বললে ছবিটির ক্ষতি হবে। অবশ্য সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানেন, শাকিবের ছবির একটা মিনিমাম রেন্টাল থাকে। সে হিসাবে রিলিজ সপ্তাহেই প্রযোজক বড় একটা অঙ্ক ঘরে তুলতে পারবেন।’

দাগি
দীর্ঘ এক দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। ২০১৫ সালের দর্শকনন্দিত ‘ছুঁয়ে দিলে মন’-এর পর এবার ঈদে মুুক্তি পেতে যাচ্ছে তাঁর দ্বিতীয় ছবি ‘দাগি’। এটি আফরান নিশোরও দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ পেয়েছিল জনপ্রিয়তা। সব মিলিয়ে শিহাব শাহীন ও আফরান নিশোর ‘দাগি’ নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে ঠিক কয়টি হলে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক হয়নি বলে জানালেন নির্মাতা। শিহাব শাহীন বলেন, ‘মাল্টিপ্লেক্সগুলো সব চূড়ান্ত হয়েছে। সিঙ্গল স্ক্রিনেরও কিছু কিছু চূড়ান্ত হয়েছে। তবে সঠিক সংখ্যাটা এখনই বলতে পারছি না। তা ছাড়া প্রযোজকদেরও একটা পলিসি আছে। তাঁরা ঠিক কতগুলো হলে মুক্তি দেবেন, সেটার সিদ্ধান্ত তো আমি জানি না।’