ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

সাব্বিরকেই সব সময় প্রতিদ্বন্দ্বী ভাবতাম

অন্যান্য
অন্যান্য
শেয়ার
সাব্বিরকেই সব সময় প্রতিদ্বন্দ্বী ভাবতাম
ছবি : কালের কণ্ঠ

ফুটবলের সে এক সময় ছিল বটে, দলবদলের সময়টায় তারকা খেলোয়াড়কে ‘কিডন্যাপ’ করা কিংবা নিজেদের তাঁবুতে লুকিয়ে রাখা হতো। দেশীয় ফুটবলের রমরমা সে যুগের প্রতিনিধি মামুন জোয়ার্দার। আবাহনী তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে ঠিকই, তবে মোহামেডানের সঙ্গেও রয়েছে অন্য রকম সম্পর্ক! ক্লাব ফুটবলে সাফল্যের চ্যালেঞ্জ জিতে জায়গা করে নেন তিনি জাতীয় দলে। সাফল্য সর্বোচ্চস্তরেও আছে, তবু মাঠের ডান প্রান্ত মাতিয়ে রাখা এই ফুটবলারের ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি, সেটাও কম আলোচিত নয়।

মাসুদ পারভেজ সেসবই তুলে ধরেছেন কালের কণ্ঠ’র পাঠকদের জন্য

 

 

প্রশ্ন : মোহামেডান সমর্থকদের কাছে আপনার ‘বেইমান’ বনে যাওয়ার গল্প দিয়েই এই সাক্ষাৎকারে ঢুকতে চাই।

মামুন জোয়ার্দার : হা হা হা! এ জন্য মোহামেডান সমর্থকদের কী পরিমাণ গালিগালাজ যে আমাকে হজম করতে হয়েছে! কারণ ওরা জানত যে আমি মোহামেডানের সঙ্গে বেইমানি করে আবাহনীতে গিয়েছি। কিন্তু ওরা এটি জানত না যে আমি নিজের ক্যারিয়ার বাঁচাতেই আবাহনীতে গিয়েছিলাম।

প্রশ্ন : কিন্তু এটাও তো ঠিক যে আবাহনীর কাছ থেকে প্রস্তাব পাওয়ার মতো অবস্থান আপনার তৈরি হয়েছিল মোহামেডানে মাত্র কিছুদিন খেলেই?

মামুন : হ্যাঁ, সেটিও অস্বীকার করার উপায় নেই।

দর্শকরা কিন্তু মোহামেডানের হয়ে ভালো খেলার মাধ্যমেই আমাকে প্রথম চিনেছিল। তাও আবার ওদের হয়ে ‘খেপ’ খেলেই আমার নামডাক হওয়ার শুরু। পরিষ্কার মনে আছে, এরশাদ সরকারের পতনের আগে-পরে দেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক বছর লিগই হয়নি। ওই সময়টায়ই আমি মোহামেডানের হয়ে প্রচুর টুর্নামেন্ট খেলেছি এবং দুর্দান্ত খেলে সুনামও কুড়াই বেশ।
সবার পক্ষে ধরে নেওয়াই স্বাভাবিক ছিল যে পরবর্তী দলবদলে আমি মোহামেডানেই সই করব। কিন্তু শেষের দিকে এসে সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। দলে নিজের জায়গা নিয়ে ‘ইনসিকিউরিটি’ তৈরি হয়ে গেল আমার মধ্যে। তাই খেলার নিশ্চয়তা পেয়ে চলে যাই আবাহনীতে।

প্রশ্ন : এই অনিশ্চয়তা তৈরি হওয়ার গল্পও শুনব।

তার আগে শুনে নিতে চাই আপনার মোহামেডানের হয়ে খেলার সুযোগ পাওয়ার গল্পটা।

মামুন : ঢাকা লিগে আমি প্রথম খেলি আজাদ স্পোর্টিংয়ের হয়ে। এরপর এক বছর করে চলন্তিকা আর ওয়ারীতে খেলে যোগ দিই ভিক্টোরিয়ায়। সেখানে পার করি দুই মৌসুম। এর মধ্যে শেষ মৌসুমে ভিক্টোরিয়ার হয়েও আমি দুর্দান্ত ফুটবল খেলি। ওখানে ভালো খেলার ফলেই ডাক আসে পাশের ক্লাব মোহামেডান থেকে। কোনো এক মাধ্যমে ভাড়ার খেলোয়াড় হিসেবে তাঁদের হয়ে খেলার প্রস্তাব পাঠান মোহামেডানের তখনকার ম্যানেজার সালাম ভাই (সালাম মুর্শেদী)।

প্রশ্ন : নিজের নামটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও শুরু মোহামেডানের অতিথি খেলোয়াড় হিসেবেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

লা লিগা, লেগানেস-বার্সেলোনা

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ক্রিকেট

ডিপিএল, আবাহনী-মোহামেডান

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, লখনউ-গুজরাট

সরাসরি, বিকেল ৪টা

হায়দরাবাদ-পাঞ্জাব

সরাসরি, রাত ৮টা

পিএসএল, পেশোয়ার-কোয়েটা

সরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস অ্যাপ

করাচি-মুলতান

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই সমর্থকের মৃত্যু

শেয়ার
দুই সমর্থকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে সংঘর্ষে জড়িয়ে দুই সমর্থক প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটে গত পরশু ফোর্তালেজা-কোলো কোলো ম্যাচে। ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে দুজন প্রাণ হারায়। এএফপি

মন্তব্য

লিভারপুলেই থাকছেন সালাহ

শেয়ার
লিভারপুলেই থাকছেন সালাহ

অন্য কোথাও যাচ্ছেন না মোহাম্মেদ সালাহ, অ্যানফিল্ডে আরো দুই বছর থাকছেন মিসরীয় এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে ৩৯৪ ম্যাচে ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৩ গোল করেছেন তিনি।

এএফপি

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ