ক্রীড়া প্রতিবেদক : দাবা অলিম্পিয়াডে টানা দুই রাউন্ডে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্র করেছে ছেলেদের দল। আগের রাউন্ডে স্বাগতিক হাঙ্গেরিকে রুখে দেওয়ার পর গতকাল ২২ ধাপ এগিয়ে থাকা স্লোভাকিয়ার সঙ্গেও ২-২ ব্যবধানে ড্র করেছেন ফাহাদ রহমানরা। চার বোর্ডের মধ্যে প্রথম বোর্ডেই জিতেছেন ফাহাদ, ড্র করেছেন তাহসিন তাজওয়ার ও নিয়াজ মোরশেদ; হেরেছেন একমাত্র এনামুল হোসেন।
ওদিকে মেয়েদের বিভাগে র্যাংকিংয়ে ২১ ধাপ পেছনের দল ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ।