তারুণ্যের উৎসবে আয়োজিত দলগত স্কুল র্যাপিড দাবায় ওপেন ও মেয়েদের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। শুক্রবার দাবা ফেডারেশনে দিনব্যাপী হওয়া প্রতিযোগিতায় ওপেন বিভাগের রানার্স আপ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং মেয়েদের বিভাগে দ্বিতীয় সেরা হয়েছে আগামী ফাউন্ডেশন স্কুল।
সাউথ পয়েন্ট স্কুলের ওপেন দলে খেলেছে জুনিয়র দাবার পরিচিত মুখ রায়ান রশিদ মুগ্ধ ও ওয়ার্সিয়া খুশবু। তাদের সঙ্গী ছিল সাফায়াত কিবরিয়া, মুহতাদি তাজওয়ার ও রিয়াজুল আহনাফ।