পাগলাটে এক ম্যাচ হয়েছে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে। আট গোলের ওই রোমাঞ্চকর লড়াইয়ে অবশ্য জিততে পারেনি বার্সা-অ্যাতলেতিকোর কেউ। ক্ষণে ক্ষণে রংবদলের ম্যাচ শেষ হয়েছে ৪-৪ সমতায়। কোপা দেল রের সেমিফাইনালের এই দুই জায়ান্টের ফিরতি লেগের খেলা হবে ২ এপ্রিল অ্যাতলেতিকোর মাঠে।
নিজ মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেও জিততে না পারার আক্ষেপ নিয়ে মেট্রোপলিটানোয় খেলতে যাবে কাতালানরা।
নিজেদের খেলায় বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক সন্তুষ্ট হলেও তাই ম্যাচের ফলে একদম তৃপ্ত নন এই জার্মান, ‘ম্যাচের ফলাফলে আমরা সত্যিই হতাশ। কারণ, আমরা দুর্দান্তভাবে ফিরে এসেছিলাম। তবে আজ আমরা দুর্দান্ত খেলেছি।
আশি মিনিট পর্যন্ত আধিপত্য ছিল আমাদের। কিন্তু শেষ দিকের কয়েকটা মিনিট ঠিকভাবে রক্ষণ সামলাতে পারিনি।’ ওদিকে বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘এই দলটার টিম স্পিরিট অসাধারণ। ম্যাচটা মোটেও সহজ ছিল না, তবে ছেলেরা যেভাবে খেলেছে আমি মুগ্ধ।’
বার্সেলোনার শুরু হয়েছিল একেবারে দুঃস্বপ্নের মতো। ষষ্ঠ মিনিটে তারা পিছিয়ে পড়ে দুই গোলে। শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে কাতালানদের জালে বল জড়িয়ে অ্যাতলেতিকোকে এগিয়ে নেন ইউলিয়ান আলভারেজ। মিনিট পাঁচেক পর স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করেন আন্তোয়ান গ্রিয়েজমান। শুরুতে দুই গোল হজমের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একুশ মিনিটের মধ্যে ম্যাচে সমতা (২-২) ফেরায় বার্সা।
দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন পেদ্রি এবং পাউ কুবারসি। মাঝবিরতির খানিকটা আগে ইনিগো মার্তিনেসের লক্ষ্যভেদে স্কোর হয় ৩-২। দ্বিতীয়ার্ধে রবার্ত লেভানদোস্কি স্কোরশিটে নাম ওঠালে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। কিন্তু হাল ছেড়ে দেয়নি অ্যাতলেতিকো। বরং শেষ দিকের দুই গোল শোধ দিয়ে বার্সার মাঠে ড্র করার দারুণ স্বস্তি নিয়ে ফিরেছে রোজিব্লাংকোসরা। ৮৪ মিনিটে মার্কোস লরেন্তে ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আলেকজান্ডার সরলোথের গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করে অ্যাতলেতিকো।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ৪-০ ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে। সহজ এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে ব্লুজরা। এ ছাড়া ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। এএফপি